বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

রাজাপুরে ব্যবসায়ীকে মারধর করে টাকা-মোবাইল ছিনতাই

প্রচ্ছদ » অপরাধ » রাজাপুরে ব্যবসায়ীকে মারধর করে টাকা-মোবাইল ছিনতাই
শনিবার, ১২ নভেম্বর ২০২২



---

স্টাফ রিপোর্টার ॥
ভোলার রাজাপুরে ছিনতাইকারীরা রাতের আধারে ব্যবসায়ীকে মারধর ও গলায় ফাঁস লাগিয়ে সাথে থাকা টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়েছে। ছিনতাইকারীদের হামলায় আহত ব্যবসায়ী মোঃ শরীফকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ রাজাপুরের রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
আহত শরীফ বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আমাদের মুদি ও জাল সুতার দোকানের হিসাব-নিকাশ করে টাকা পয়সা নিয়ে দোকান বন্ধ করার প্রস্তুতি নিতে ছিলাম। এসময় মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ভুট্ট সর্দার, মেহেদী হাসান, রাকিব ধাড়ালো অস্ত্রসস্ত্র নিয়ে এসে আমাকে ঘিরে ফেলে। তারা আমার কাছে টাকা পয়সা যা আছে দিতে বলে। আমি দিতে অস্বীকার করলে ভুট্টু সরদার আমার গামছা দিয়ে আমার গলায় পেছিয়ে ধরে টানা হেচড়া করলে মেহেদী হাসান ও রাকিব আমাকে এলোপাথাড়ি মারধর করে। এসময় ভুট্ট, মেহেদী, রাকিব আমার সাথে থাকা প্রায় নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে আমি আত্মচিৎকার করলে লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারী ভুট্ট সর্দার, মেহেদী হাসান, রাকিব পালিয়ে যায়।
আহত শরীফ আরও বলেন, আঃ রব সর্দারের ছেলে ভুট্ট সর্দার, ভুট্টর ছেলে মেহেদী হাসান, বদরউদ্দিনের ছেলে রাকিব এলাকায় মাদকের ব্যবসা, চুরি, ছিনতাই করে আসছে। এলাকার মানুষ তাদের এই কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে পড়েছে। ভুট্টর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে কাউকে পরোয়া না করে এলাকায় অপরাধ করে যাচ্ছে। তার ভয়ে কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না। ভুট্ট বাহিনীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি। আমি এই অপরাধী ভুট্ট ও তার বাহিনীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার মহোদয়সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
এ ব্যাপারে অভিযুক্ত ভুট্ট সর্দারের সাথে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০:০৭:৪৯   ২৯০ বার পঠিত