বোরহানউদ্দিনে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » বোরহানউদ্দিনে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা
শনিবার, ১২ নভেম্বর ২০২২



আরিফ পন্ডিত, বোরহানউদ্দিন ॥
ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন সরদার বলেন, আমিসহ আমার পরিবার ও আমার নেতাকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে একের পর এক মিথ্যা মামলাসহ মোট ৪টি মিথ্যা মামলা দেয় আমার নির্বাচনী প্রতিপক্ষ নাগর হাওলাদার। প্রতিপক্ষ নাগর হাওলাদার নির্বাচনে হেরে গিয়ে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করেছে। পক্ষিয়া ইউনিয়নের জনগন ও বোরহানগঞ্জ বাজার ব্যবসায়ীদেকে সাথে নিয়ে সকল হামলা ও মিথ্যা মামলা মোকাবিলা করব।
বুধবার (৯ নভেম্বর ২০২২খ্রিঃ) বিকালে বোরহানগঞ্জ বাজারে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ২টি মামলা থেকে জামিন পেয়ে ইউনিয়নের হাজার হাজার  সাধারণ জনগণের সাথে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

---

তিনি আরো বলেন, প্রিয় ভাইয়েরা,বন্ধুরা আপনারা জানেন নির্বাচন থেকেই শুরু করে আমাকে নিয়ে নানা ষড়যন্ত্র ও নানাধরণের অপপ্রচার চালাচ্ছেন একটা মহল। পক্ষিয়া ইউনিয়নের দশহাজার লোক তাদের পবিত্র ভোট দিয়ে আমাকে ভালোবেসে নির্বাচিত করেছেন। আপনি সাবেক চেয়ারম্যান রাজনীতি কত প্রকার কী কী আমার কাছ থেকে শিখে নেন। আপনি চেয়েছেন পক্ষিয়া ইউনিয়নকে লুটপাট করে খাবেন। কিন্তু পক্ষিয়ার সাধারণ জনগণ তা বরদাস্ত করবে না।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, পক্ষিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার হুমায়ূন কবির, ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ আলমগীর, ৫নং ওয়ার্ডের মেম্বার ইকবালুর রহমান সেলিম, ৩নং ওয়ার্ডের মেম্বার হাবিবউল্লাহ মীর। ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার রাবেয়া বেগম প্রমুখ। এছাড়াও প্রতিবাদ সভায় হাজার- হাজার মানুষ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ০:০৮:২৬   ১৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


খাবার পানি ও স্যালাইন বিতরণ বোরহানউদ্দিন থানা পুলিশের
বোরহানউদ্দিনে সাবেক সেনা কর্মকর্তা মোঃ আবু তাহের মিয়ার জানাযা ও দাফন সম্পন্ন
বিধবা নারীকে ঘর করে দিয়ে পাশে দাড়ালেন সমাজসেবক রাজিব হায়দার
সৌদি আরবের সাথে মিল রেখে ভোলায় ঈদের নামাজ অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ফুটপাতে ঈদের জমজমাট কেনাকাটা
দৌলতখানে দু’গ্রুপের সংঘর্ষ, আহত-৭
বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিখোঁজের ৩ দিনপর পুকুরে মিললো মরদেহ, পরিবারের দাবি হত্যা
বাঁধন স্কুলে এক প্রশ্নে ২০টিরও অধিক বানান ভুল
ভোলায় মহানবী (সা.)কে কটুক্তিকারীর সর্বোচ্চ বিচারের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান



আর্কাইভ