জাতির পিতার সোনার বাংলা বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ॥ সচিব কে এম আলী আজম

প্রচ্ছদ » জেলা » জাতির পিতার সোনার বাংলা বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ॥ সচিব কে এম আলী আজম
শনিবার, ১ অক্টোবর ২০২২



মনপুরা প্রতিনিধি ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। কিন্তু তিনি তার স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেনি। আজ তার সেই স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন তার জেষ্ঠ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার রাত ৯টায় ডাকবাংলো হলরুমে মনপুরা উপজেলা সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সুধীজনের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।
প্রধান অতিথি আরও বলেন, উন্নয়ন হচ্ছে সুসমন্বয়ের বিষয়। উন্নয়নের অগ্রযাত্রায় অর্থনৈতিক কর্মকান্ড সচল রাখতে হবে। শিক্ষার মান উন্নয়ন করতে হবে। শিক্ষায় দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে হবে। তাহলে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিনত হবে।

---

মতবিনিময় সভায় ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এডিপি অনুবিভাগ) মোঃ আব্দুস সবুর মন্ডল, বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী।
এই সময় মনপুরার বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম মাতাব্বর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহতাবউদ্দিন অপু ভূইঁয়া প্রমুখ।
এই সময় সরকারী দাপ্তরিক প্রধানগন, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২:৫৫:২১   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


সুষ্ঠু নির্বাচনের দাবিতে চেয়ারম্যান প্রার্থী ইউনুছের সংবাদ সম্মেলন
ভোলায় উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা সভা
আশরাফ হোসেন লাভু ছিলো আ’লীগের নিবেদিত প্রাণ: তোফায়েল আহমেদ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০
আমাকে মটর সাইকেল প্রতীকে আপনাদের মুল্যবান ভোটটি দিবেন: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
নদীতে মিলছে না কাংখিত ইলিশ, হতাশ জেলেরা
সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউনুস-পলাশ এর মতবিনিময় সভা
ভোলায় তীব্র তাপদাহের পর একপশলা প্রশান্তির বৃষ্টি
ভোলা জেলা শ্রমিক লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা



আর্কাইভ