চরফ্যাশনে আবারও কালো ডিম পাড়লো সেই হাঁসটি!

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে আবারও কালো ডিম পাড়লো সেই হাঁসটি!
শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২



স্টাফ রিপোর্টার ॥
ঘটনাটি রূপকথার গল্পের মতো মনে হলেও সত্যি। দেশি জাতের একটি সাদা হাঁস আবারও কালো রঙের ডিম পেড়েছে। এ নিয়ে দুইটি কালো ডিম পাড়লো সেই হাঁসটি।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দ্বিতীয় কালো ডিমটি পাড়ে সেই হাঁস। পর পর দুইদিন এমন ঘটনায় মানুষের মধ্যে কৌতুহলের যেন শেষ নেই। উৎসুক জনতা সেই হাঁস ও ডিমগুলো দেখতে ভিড় জমাচ্ছেন।

---

ভোলার চরফ্যাশনে ঘটেছে এমন ঘটনা। তবে কি কারণে এমনটি হচ্ছে তা নিশ্চিত করে বলতে পারছে না প্রাণিসম্পদ অধিদপ্তর।
খোঁজ নিয়ে জানা গেছে, ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডে দাসকান্দি এলাকায় আবদুল মান্নান রাঢ়ী বাড়ির সৌদি প্রবাসী আব্দুল মতিনের স্ত্রী তাসলিমা বেগম ঘরোয়াভাবে ১১টি পাতিহাঁস পালন করেন। এর মধ্যে রয়েছে ৯ মাস বয়সী একটি হাঁস। বাকি হাঁসগুলো ৬-৭ মাসের। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে বড় হাঁসটি প্রথমবার একটি কালো ডিম পাড়ে।
ডিমের রঙ গাঢ় কালো দেখে তাসলিমা মনে করেন অন্য কোনো প্রজাতির ডিম হতে পারে। তিনি ভয় পেয়ে বাড়ির অন্যদের জানান। পরে বিষয়টি এলাকায় ও আশপাশে দ্রুত জানাজানি হয়ে যায়। পরে কালো ডিম দেখতে তার বাড়িতে লোকজন ভিড় জমান।
প্রথম ডিম পাড়ার ঘটনাটি জনমনে তেমন সাড়া না ফেললেও দ্বিতীয় বারের মতো যখন হাঁসটি একই রকম ডিম পাড়ে, তখন ঘটনাটি নেট দুনিয়ায় ভাইরাল হয়। এর পর থেকে হাঁসটি দেখতে স্থানীয়দের ভিড় আরও বেড়ে যায়।
ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার ম-ল বলেন, বিষয়টি আমরা পর্যবেক্ষণে রেখেছি। এক সপ্তাহ ধরে পর্যবেক্ষণ করা হবে। তারপর সেই ডিমগুলো পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হবে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, অন্য কোনো জাতের সঙ্গে ক্রস বা ইনফেকশন থেকে এমনটা হয়েছে।
তিনি আরও বলেন, খাবারের সঙ্গে হাঁস যদি রং খেয়ে ফেলে তাহলেও এমনটি হতে পারে। তবে যাই হোক না কেন, পরীক্ষা ছাড়া আপাতত কিছুই বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৮:৫৪:২৭   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
চরফ্যাশনে সীমিত আয়ের মানুষের পাতে উঠছে না ইলিশ
চরফ্যাশনে পল্লীবিদ্যুতের ট্রান্সমিটার ওভারলোডের কারণে দুর্ঘটনার ঝুঁকিতে ব্যবসায়ীরা!
চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে অটোচালকের মৃত্যু
আওয়ামী লীগের সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ, বেপরোয়া পুলিশ!
চরফ্যাশনে উপকূল পরিচ্ছন্নতা দিবস পালিত
চরফ্যাশনে শ্বশুর বাড়িতে যুবককে পিটিয়ে হত্যা
অটো বোরাকের চাপায় প্রান হারালো শিশু
চরফ্যাশনে স্কুল গায়েব, খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান

আর্কাইভ