ইলিশায় অতি ঝূঁকিপূর্ণ হওয়ায় বেড়িবাঁধের সংস্কার কাজ শুরু ॥ পরিদর্শনে গেলেন জেলা আ’লীগ সম্পাদক বিপ্লব

প্রচ্ছদ » জেলা » ইলিশায় অতি ঝূঁকিপূর্ণ হওয়ায় বেড়িবাঁধের সংস্কার কাজ শুরু ॥ পরিদর্শনে গেলেন জেলা আ’লীগ সম্পাদক বিপ্লব
বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২



এম শাহরিয়ার জিলন ॥
ভোলার সদরের ২নং ইলিশা ইউনিয়নের ঝূূঁকিপূর্ণ বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও পাউবো নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান। আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের নির্দেশে বুধবার (১০ আগস্ট) বিকালে ইউনিয়নের দালাল বাজারের উত্তর-দক্ষিণ দিকে ঝূঁকিপূর্ণ এলাকায় পরিদর্শনে যান তারা। বেড়িবাঁধটি অতি ঝূঁকিপূর্ণ হওয়ায় পাউবোর নির্বাহী প্রকৌশলী ও ইউপি চেয়ারম্যানের তত্ত্বাবধায়নে গতকালকে সংস্কারের কাজ শুরু হয়।

---

উপকূলীয় নি¤œচাপের প্রভাবে উত্তাল মেঘনার পানির খর¯্রােত সৃষ্টি হয়। এতে সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের দালাল বাজার এলাকায় বেড়িবাঁধটি ব্যাপক ঝুঁকিপূর্ণ হয়ে পরে। স্থানীয় জনগন বিষয়টি ২নং ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটনকে জানালে তিনি সরজমিনে গিয়ে বেড়িবাঁধটি ঝূঁকিপূর্ণ দেখতে পান। পরে তিনি বেড়িবাঁধের বিষয়টি ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামানকে অবগত করেন। খবর পেয়ে তারা ঝূঁকিপূর্ণ বেড়িবাঁধ এলাকা পরিদর্শনে যান। মইনুল হোসেন বিপ্লব বেড়িবাঁধের বিষয়টি আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে জানান। বেড়িবাঁধটি অতি ঝূঁকিপূর্ণ হওয়ায় তোফায়েল আহমেদের নির্দেশে পাউবো নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান ও ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটনের তত্ত্বাবধানে গতকালকেই বেড়িবাঁধের দ্রুত সংস্কারে কাজ শুরু হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, সদর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম, ২নং ইলিশা ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন বাবুল। এছাড়াও ২নং ইলিশা ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন বলেন, নি¤œচাপের প্রভাবে উত্তাল মেঘনার পানির খর¯্রােত সৃষ্টি হয়। এতে আমার ইউনিয়নের কয়েকটি স্পটে বেড়িবাঁধ ঝূঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিষয়টি স্থানীয় জনগন আমাকে জানালে আমি জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ভাই ও পাউবোর নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামানকে অবগত করি। তারা সরজমিনে এসে ঝূঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করেছেন। বেড়িবাঁধটি অতি ঝূঁকিপূর্ণ হওয়ায় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের নির্দেশে এটি সংস্কার কাজ চলছে। আশা করি অতিদ্রুত এর কাজ শেষ হবে। ঝূঁকিপূর্ণ বেড়িবাঁধের সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়ায় আওয়ামী  লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ভোলা জেলা আ’লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ভাইকে ইলিশাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান আনোয়ার হোসেন ছোটন।

বাংলাদেশ সময়: ০:১৪:৩৭   ৪৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলা জেলা শ্রমিক লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা
বিদ্যুৎ উদ্বৃত্ত, তবু লোডশেডিং
দুই মাসের নিষেধাজ্ঞার পর মাছ শিকারে প্রস্তুত জেলেরা
লালমোহনে তীব্র গরমে মুরগির খামারিদের বাড়ছে দুশ্চিন্তা
আপনাদের সেবা করার সুযোগ দিবেন: চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
অটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
ভোলায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
আজকের ভোলার স্টাফ রিপোর্টার বাবু কান্তিলাল গাঙ্গুলী আর নেই



আর্কাইভ