আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিদায় করা এতো সহজ নয়॥ তোফায়েল আহমেদ

প্রচ্ছদ » জাতীয় » আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিদায় করা এতো সহজ নয়॥ তোফায়েল আহমেদ
বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২



আজকের ভোলা রিপোর্ট ॥
তৃর্ণমূল পর্যায়ে আওয়ামী লীগকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে ভোলায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ আগষ্ট) সকালে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

---

এসময় তোফায়েল আহমেদ বলেন, বিএনপি কথায় কথায় বলে আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই। অথচ বিএনপির মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন বক্তৃতা, প্রেস রিলিজ সভাবেশ করে বিএনপিকে টিকিয়ে রেখেছে। প্রেস রিলিজ, সংবাদ সম্মেলন করা ছাড়া তাদের আর কোন কাজ নেই। মির্জা আলমগীর বলেছে, আওয়ামী লীগ যে কোন সময় বিদায় নিবে। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিদায় করা এতো সহজ নয়। বারবার আমাদের ধারা বিদায় নিয়েছে বিএনপি। ১৫ ফেব্রুয়ারি নির্বাচন করেছে বিএনপি ৩১ মার্চ ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। আমরা সেই দল।
এসময় প্রবীন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগ ১৪ বছর ক্ষমতায় থাকলেও বিএনপির উপর কোন অত্যাচার নির্যাতন করেনি। অথচ বিএনপি ২০০১ সালে ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের কর্মীরা বাড়িতে থাকতে পারেনি। এলাকা ছেড়ে পালিয়ে বেঁড়িয়েছে। আওয়ামী লীগ সেই রাজনীতি করেনা বলে তিনি জানান। কিন্তু বিএনপি যখনই সুযোগ পায় তখনই আমাদের উপর অত্যাচার করে। ভোলাতে বিএনপি সমাবেশ করেছে ভালো। যেটা সব দলই করতে পারে। কিন্তু সমাবেশে  মাধ্যমে যেভাবে পুলিশের উপর তান্ডব চালিয়েছে বিএনপি। যেটা ১৪ বছরে এমন ঘটনা ঘটেনি। তাই আগামী নির্বাচনকে সামনে রেখে প্রতিটি অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগকে কেউ কিছু করতে পারবেনা। আমার যদি বিএনপি অত্যাচার শুরু করে তাহলে পাল্টা জবাব দিতে হবে।
এসময় তিনি আরো বলেন, আজকে বঙ্গবন্ধুর কন্যা আমাদের প্রধানমন্ত্রী। তিনি দেশটাকে অত্যান্ত সুন্দর ভাবে পরিচালিত করছে। তার নেতৃত্বে গ্রামকে শহরে রুপান্তর হয়েছে। গ্রামের মানুষ এখন খুশী। ভোলাতে এতো কিছুর পড়েও বিদ্যুৎ এর সমস্যা হয়নি বলে জানান। এসময় তিনি দলীয় নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি দোস্ত মাহামুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম, ভোলা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নাজিবুল্লাহ নাজু, সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, শ্রমীক লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলম, শ্রমীক লীগের মো. ফারুক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আবু সায়েম, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক হাসান আলী খান, জেলা যুব মহিলা লীগের আহবায়ক খদিজা আক্তার স্বপ্না, জেলা কৃষক লীগের সভাপতি মমুন আল রশিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মুজাহিদুল ইসলাম তুহিন, তাঁতী লীগের আহবায়ক এনামুল হক ফরমান, জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাইহান আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০:১৫:৫০   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


ঢিলেঢালা ভাবে হরতাল পালিত: আবারও দুই দিন অবরোধের ঘোষণা বিএনপির
উইলিয়ামসনের সেঞ্চুরি ছাপিয়ে দ্বিতীয় দিনটা বাংলাদেশের
দ্রুত ফিরে গেলেন জয়-মুমিনুল, চাপে বাংলাদেশ
দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ
অর্থপাচার মামলায় এনু-রুপনের ৭ বছরের কারাদণ্ড
একসঙ্গে অবরোধ ও হরতাল ডাকল বিএনপি
ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের নীতিগত অনুমোদন
ভারতকে কাঁদিয়ে হেক্সা জয় অস্ট্রেলিয়ার
ভোলার দুটি গ্যাস কূপসহ ৯টি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


আর্কাইভ