৬৫ দিন পর মধ্যরাত থেকে সাগরে নামবেন ভোলার জেলেরা ॥ ঘাটে ঘাটে প্রস্তুতি, জেলে পাড়ায় আনন্দ

প্রচ্ছদ » অর্থনীতি » ৬৫ দিন পর মধ্যরাত থেকে সাগরে নামবেন ভোলার জেলেরা ॥ ঘাটে ঘাটে প্রস্তুতি, জেলে পাড়ায় আনন্দ
শুক্রবার, ২২ জুলাই ২০২২



ছোটন সাহা ॥
সাগরে ইলিশসহ সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে ২৩ জুলাই মধ্যরাত থেকে। আর এতেই দীর্ঘ ৬৫ দিন পর ফের কর্মব্যস্ত হয়ে পড়ছে ভোলার ৬৩ হাজার জেলে। উপকূলের ঘাটে ঘাটে চলছে এখন মাছ ধরার প্রস্তুতি। কেউ জাল বুনছেন, কেউবা জাল ফিশিং বোর্ট প্রস্তুত করছে।
ইলিশ ধরাকে কেন্দ্র করে একদিন পরেই সরগরম হয়ে উঠবে উপকূলের মাছ ঘাটগুলো। চিরচেনা রুপে ফিরবে মাছের আড়ৎগুলো। বেকার জেলেরাও সংকট কাটিয়ে ঘুরে দাড়াতে পারবেন বলে আশাবাদি।

---

ভোলার উপকূলীয় মৎস্যঘাট ঘুরে জানা গেছে, শুধু সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন ভোলায় এমন নিবন্ধিত জেলের সংখ্যা ৬৩ হাজার ৯৫৪ জন। যারা গত ২০ মে থেকে সম্পূর্ণ বেকার দিন পার করে আসছেন।
৬৫ দিনের দীর্ঘ অপেক্ষার পর ফের কর্মব্যস্ত হয়ে পড়বেন জেলেরা। তাই আগে থেকেই জাল, ফিশিং বোর্ডসহ নানা উপকরন নিয়ে সাগরে নামার প্রস্তুতি নিচ্ছিন তারা। কেউ আবার ফিশিং বোর্ড রং দিচাছেন, ধোয়া মোছা করে পরিস্কার করছেন। মাছ ধরা শুরুর খবরে জেলে পাড়ায় ছড়িয়ে পড়েছে আনন্দ-উচ্ছাস। অভাব অনাটনের পর ঘরে ফিরবে স্বচ্ছলতা এমনটাই মনে করছেন জেলে পাড়ার বাসিন্দারা।
দৌলখানের চরপাতা গ্রামের জেলে বধু মিনারা ও আমেনা বলেন, মাছ ধরা বন্ধ থাকায় এতোদিন সন্তানদের নিয়ে কষ্টে দিন কাটাইছি, এখন মাছ ধরা শুরু হলে আমাদের কষ্ট দুর হবে। পরিবারে স্বচ্ছলতা ফিরে আসবে।
এদিকে বেকার জেলেরা এতো দিন ধার দেনা করে দিন কাটিয়েছেন। এখন সংকট কাটিয়ে নতুন করে ঘুরে দাড়াবেন এমন স্বপ্ন তাদের চোঁখ-মুখে। তাই মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন তারা।
পাতার খাল এলাকার জেলে সালাউদ্দিন, হেলাল ও মাইনুদ্দিন বলেন, আমরা এতোদিন সাগরে যাইনি। শনিবার থেকে মাছ ধরা শুরু হবে। তাই প্রস্তুতি নিচ্ছি। ১৯ জন জেলে নিয়ে আমরা মাছ শিকারে যাবো।
চরফ্যাশনের স্লুইজ ঘাট এলাকার জেলে ইব্রাহিম বলেন, জাল প্রস্তুত করেছি, ট্রলার মেরামত করেছি এখন বাজার করবো। শনিবার রাতেই মাছ শিকারে নেমে পড়বো।
সাগরে ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকায় এ বছর ইলিশের উৎপাদন বাড়ার পাশাপাশি জেলেরা ঘুরে দাড়াতে পারবে বলে মনে করছে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ। তিনি বলেন, যেহুতু মাছ শিকার বন্ধ ছিলো তাই জেলেরা সাগরে বেশি মাছ পাবে। ইলিশ ধরার নিষেধাজ্ঞা সময়ে আমরা নিবন্ধিত প্রত্যেক জেলেকে ৮৬ কেজি করে চিল দিয়েছি। ইতমধ্যে ৫০ কেজি করে চিল বিতরন সম্পন্ন হয়ে বাকি চাল খুব বিতরন হবে।
উল্লেখ্য, ইলিশসহ ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে ৬৫ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:০৪:৪৫   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


বোরহানউদ্দিনে ৪৮ জেলের মধ্যে বকনা বাছুর বিতরণ
মেঘনা-তেঁতুলিয়ায় বাগদার রেণু শিকারের মহোৎসব
ভোলায় লাজফার্মা মডেল ফার্মেসির উদ্বোধন
ভোলা মহাজনপট্টিতে স্বপ্ন আউটলেটের শাখা উদ্বোধন
লালমোহনে ১২৬ কোটি টাকার বোরো ধান উৎপাদনের সম্ভাবনা
ভোলার গ্যাস উৎপাদন: কূপ খননে আরও চড়া দাম চায় গাজপ্রম
ভোলায় ভয়াবহ অগ্নিকান্ডে ২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
নদীতে মিলছে না কাংখিত ইলিশ, হতাশ জেলেরা
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা
দুই মাসের নিষেধাজ্ঞার পর মাছ শিকারে প্রস্তুত জেলেরা



আর্কাইভ