বোরহানউদ্দিনে রক্ষক সেজে সরকারি গাছ কর্তন

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে রক্ষক সেজে সরকারি গাছ কর্তন
সোমবার, ২৭ জুন ২০২২



বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড, মক্কার পোল নামক স্থান থেকে সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠেছে বন বিভাগের মাঠ কর্মী, মোঃ নাজমুল হকের বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, গাছগুলোই ১৯৯৭-৯৮ সালে বনবিভাগ ও বনায়ন সমিতির সমন্বয়ে লাগানো হয়েছে। বনবিভাগের লোকজন ২তিন দিন আগে দালাল বাজারের কাঞ্চন মোল্লা নামক গাছ বেপারীরে নিয়া এসে গাছ দেখিয়ে যান, আজ আবার দেখি বেপারীর লোকজন এসে গাছ কেটে নিয়ে যাচ্ছেন। এ বিষয়ে কাঞ্চন মোল্লা বেপারীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফরেস্টারের লোক নাজমুল স্যার কাটতে বলছেন তাই কাটছি, দুই ছেও নিয়েছি তিনি যদি বলে ফেরত দিয়ে যাবো।

---

মাঠ কর্মী নাজমুল হকের সঙ্গে কথা হলে তিনি বলেন, গাছটি শুয়ে পরেছে তাই কাটছি, আমরা সংরক্ষণ করে রাখবো, বেপারী গাছ নিয়ে গেছেন এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, তাদের কাটার খরছ বাবদ তারা নিয়েছেন।
এলাকাবাসীর সাথে কথা হলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন গাছটি কাঞ্চন মোল্লার কাছে ৬০০০/- টাকা দামে বিক্রি করছেন ফরেস্টারের লোক নাজমুল হক, তারা আরো বলেন কিছু দিন আগে আমাদের গাছের ঢাল আমরা কেটেছি, কিন্ত সরকারি গাছ দাবি করে, আমার কাছ থেকে ৫০০/- টাকা নিয়েছেন তিনি।
ভোলা উপকূলীয় বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়সার এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে জানান, মো: আমিনুল ইসলাম বন্যপ্রাণী ও জীববৈচির্ত্য সংরক্ষণ কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বন কর্মকর্তার অনুমতি ছাড়া সরকারি কেউ গাছ কর্তন করতে পারবেন না। তাছাড়া অনুমতি ছাড়া গাছ কাটা স¤পূর্ণ বেআইনি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮:৩৬:২৯   ২৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


পশ্চিম ইলিশায় ৩ ঘরে দূদর্শ চুরি
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
ভোলায় দুই মাদক কারবারীকে সাজা
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ওমরাহ পাঠানোর নামে হাজী কামালের প্রতারণা
চরফ্যাশনে ভূমিদস্যু মুছার নেতৃত্বে নারী ও শিশুর ওপর সন্ত্রাসী হামলা
লালমোহনে জমি দখলের জন্য মালিকের উপর হামলার অভিযোগ
দালালদের খপ্পড়ে পড়ে নিঃস্ব জীবন ॥ চরফ্যাশন উপজেলার পাচঁ প্রবাসীর আর্তনাদ!
সৎ মায়ের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
চরফ্যাশনে ব্যবসায়ীকে হাত পা বেধেঁ মারধরের অভিযোগ



আর্কাইভ