পানিতে ডুবে শিশু মৃত্য প্রতিরোধে ভোলায় পুলিশের সচেতনতামূলক সভা

প্রচ্ছদ » ভোলা সদর » পানিতে ডুবে শিশু মৃত্য প্রতিরোধে ভোলায় পুলিশের সচেতনতামূলক সভা
বৃহস্পতিবার, ২৬ মে ২০২২



ইয়াছিনুল ঈমন ॥
পুলিশ সুপার, ভোলা মোঃ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় ভোলা সদর সার্কেলের মানবিক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার ২৬ মে পূর্ব ইলিশা ও ভেদুরিয়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তাৎক্ষণিক উপস্থিত জনসভায় পুকুরে বা নদীতে ডুবে শিশুমৃত্য প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি মূলক বক্তব্য প্রদান করেন।

---

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল। এমন অনাড়ম্বর ও অনানুষ্ঠানিক পথসভায় যোগদানের বিষয়ে জিজ্ঞাসাবাদে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার বলেন প্রতিটি শিশুর প্রান অত্যন্ত মুল্যবান। গত ৪ মাসে ভোলা জেলাতে ৬৫ টির উপরে শিশু পানিতে ডুবে মারা গিয়েছে। তাছাড়া প্রতিনিয়ত শিশুমৃত্যুর খবরে প্রচন্ডভাবে আহত হচ্ছি। বস্তুত ভোলা একটি দ্বীপ জেলা হওয়ায় এবং আসন্ন বর্ষা মৌসুমে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেতে পারে এমন ভাবনা থেকেই গত কয়েক দিন হতেই ভোলা ও দৌলতখান থানার বিভিন্ন হাট বাজারে, বাসস্ট্যান্ড, লঞ্চঘাটে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করে যাচ্ছি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় যদি একটি শিশুর ও প্রান বেঁচে যায় তাতেই আমাদের স্বার্থকতা। এ জাতীয় অনানুষ্ঠানিক পথসভার আর একটি উদ্দেশ্য হচ্ছে জমিজমা, আর্থিক লেনদেন, ইভটিজিং, মাদক সংক্রান্ত বিষয়ে ও মানুষকে সচেতন করা। তাছাড়া অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আরও বলেন ৯৯৯ এর সকল ডাকে শতভাগ সাড়া দিচ্ছে ভোলা জেলা পুলিশ এবং পুলিশি সেবা গ্রহনের ক্ষেত্রে কোন আর্থিক লেনদেনের সুযোগ নেই মর্মে তিনি উল্লেখ করেন। মাননীয় আইজিপি মহোদয়ের দিক নির্দেশনায় পুলিশ সুপার, ভোলা মহোদয়ের প্রত্যক্ষ তত্তাবধানে পুলিশি সেবাকে গনমূখী করার জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন ভোলার এই উর্ধতন পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৩৯   ৩৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


আশরাফ হোসেন লাভু ছিলো আ’লীগের নিবেদিত প্রাণ: তোফায়েল আহমেদ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০
আমাকে মটর সাইকেল প্রতীকে আপনাদের মুল্যবান ভোটটি দিবেন: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
নদীতে মিলছে না কাংখিত ইলিশ, হতাশ জেলেরা
সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউনুস-পলাশ এর মতবিনিময় সভা
ভোলায় অন্যের ভোগদখলীয় জমির গাছ কেটে দখলের চেষ্টা
ভোলায় তীব্র তাপদাহের পর একপশলা প্রশান্তির বৃষ্টি
পশ্চিম ইলিশায় অন্যের কবরস্থানে জেলা পরিষদের নেমপ্লেট লাগিয়ে অর্থ আত্মসাতের চেষ্টা : বাধা দেয়ায় ১জনকে পিটিয়ে জখম
শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
মাদ্রাসা ছাত্র ফরহাদ ৫দিন ধরে নিখোঁজ



আর্কাইভ