ভোলায় বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে ‘জেমস’ কার্যক্রম বাস্তবায়নে মতবিনিময় সভা

প্রচ্ছদ » প্রধান সংবাদ » ভোলায় বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে ‘জেমস’ কার্যক্রম বাস্তবায়নে মতবিনিময় সভা
মঙ্গলবার, ২৪ মে ২০২২



আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলায় বাল্যবিবাহ প্রতিরোধে ‘জেমস’ কার্যক্রম বাস্তবায়নাধীন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মে) সকাল ১০টা থেকে জেলা পরিষদ হল রুমে দিনব্যাপী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ভোলা জেলার তিনটি উপজেলার ১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধ (সিইএমবি) প্রকল্পের আওতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এনজিও সংস্থা সুশীলনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

---

সভায় ভোলা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাদব চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন।
বিশেষ অতিথি ছিলেন তজুমদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শওকত আলী, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ বরিশালের প্রজেক্ট ম্যানেজার মো. আবু সালেহ, সুশীলন ভোলা জেলার টিম ম্যানেজার মো. রকিবুল বাহার।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের জেন্ডার স্পেশালিষ্ট নাসরিন নাহার ও সুশীলনের দৌলতখান উপজেলা সমন্বয়কারী রেখা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ভোলার তিনটি উপজেলার ১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সরকারি হিসেবে বর্তমানে বাংলাদেশে বাল্যবিবাহের হার ৩৫দশমিক ২৩শতাংশ। এর মধ্যে ভোলা জেলায় বাল্যবিবাহের হার ৩৭দশমিক ৪৫শতাংশ। উপকূলীয় এলাকার মানুষের মাঝে সচেতনতার অভাবে এখানে বাল্যবিবাহ জাতীয় হারের তুলনায় বেশী। এ হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটি কমিয়ে আনতে ২০১৯সাল থেকে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগীতায় গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা এর আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন ভোলা জেলার দৌলতখান, বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। এ প্রকল্পের আওতায় এ তিন উপজেলার ১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৩৬জন শিক্ষককে প্রথম পর্যায়ে ১৩টি সেশনের ওপর প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকগন নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ সেশনগুলো নিয়মিত আলোচনা করে আসছে। আমরা আশা করছি এ প্রকল্পের মাধ্যমে ভোলা জেলায় বাল্যবিবাহের হার কমিয়ে আনতে সক্ষম হব। তাই সকলকে নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। তাহলেই একদিন বাংলাদেশে বাল্যবিবাহের হার শূণ্যের কোটায় নেমে আসবে।

বাংলাদেশ সময়: ১:০১:৪২   ২৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা
বিদ্যুৎ উদ্বৃত্ত, তবু লোডশেডিং
দুই মাসের নিষেধাজ্ঞার পর মাছ শিকারে প্রস্তুত জেলেরা
আপনাদের সেবা করার সুযোগ দিবেন: চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
অটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
ভোলায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
তজুমদ্দিনে রাস্তা চওড়া করার নামে কাটা হবে ৮৫৬টি গাছ, সাধারণ মানুষের ক্ষোভ
আজকের ভোলার স্টাফ রিপোর্টার বাবু কান্তিলাল গাঙ্গুলী আর নেই



আর্কাইভ