চরফ্যাশনে চোরের উৎপাতে অতিষ্ঠ গ্রামবাসীর থানায় মামলা

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে চোরের উৎপাতে অতিষ্ঠ গ্রামবাসীর থানায় মামলা
শনিবার, ৮ জানুয়ারী ২০২২



চরফ্যাশন প্রতিনিধি ॥
চোরের উৎপাতে অতিষ্ঠ চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের বাসিন্দারা। চোর চক্রের ধারাবাহিক চুরির ঘটনায় ওই ইউনিয়নের বাসিন্দারা ঘর চুরির সঙ্কায় রাতে বসিয়েছেন পাহারা। রাতে প্রত্যেক পাড়া মহল্লায় একজন করে বাড়ির বাসিন্দা সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত নিজের বাড়ি পাহারা দিচ্ছেন বলে স্থানীয় গ্রামবাসীরা জানান।
ভূক্তভোগীদের অভিযোগ চোর চক্রের বিরুদ্ধে উপজেলার শশীভূষণ থানায় মামলা করার পরেও থামছেনা চুরি। এ চক্রের উপদ্রবে দিনে দুপুরে গ্রামের মানুষের নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ডিম, হাঁস-মুরগি ও গবাদী পশুসহ গৃহস্থের ব্যবহৃত আসবাবপত্র এবং মূল্যবান পণ্য সামগ্রী চুরি হয়ে যাচ্ছে। স্থানীয়দের দাবি তাঁরা চোর চক্রটিকে চিহ্নিত করতে পেরেছেন।

তাঁরা জানান, এলাকার বাসিন্দা আনিছুল হকের ছেলে মাগরিব (৩০) ও সজিব (২৭) এবং পারভেজ (১৮)সহ আরও সঙ্গীয় ৭/৮জন একত্রিত হয়ে গ্রামে একটি চোর চক্র রয়েছে। ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা নাসিমা বেগম কান্নাভরা কন্ঠে অভিযোগ করে বলেন, বাড়িতে আমার স্বামী না থাকায় রাতের বেলা একই এলাকার বাসীন্দা মাগরিব আমার সামনে দিয়ে ঘর থেকে ব্যবহৃত বিদেশি কম্বল,পাতিল ভরা চাল ও নগদ টাকা নিয়ে যায়। স্থানীয় আরেক বাসিন্দা মোস্তাফিজ মিঝি বলেন, কয়েকদিন পূর্বে মাগরিব ও তাঁর ভাই সজিব আমার ঘর থেকে আট হাজার টাকা ও স্বর্ণলঙ্কার চুরি করে। এর আগেও এ চোরদের স্থানীয়রাসহ আটক করা হয়েছিলো।
গ্রামের বাকের দফাদার নামে আরেক ভূক্তভোগী বলেন, গভীর রাতে আমার বসত ঘরে সজিব চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। কবির মিয়া বলেন, মাসখানেক আগে আমার কষ্টার্জিত ধান বেঁচা ৭৭হাজার টাকা নিয়ে যায় চোরের দল। এছাড়াও এর আগেও ওই চোর চক্রটি ঘর থেকে ১লাখ ২০হাজার টাকা চুরি করে। গ্রামবাসী বলেন, এই চোর চক্রের একাধীক সদস্যকে হাতেনাতে কয়েকবার ধরার পরেও প্রভাবশালী মহলের হস্তক্ষেপে তাঁদের ছেড়ে দিতে হয়েছে।
এলাকায় মোরল মাতুব্বরদের কাছে একাধীকবার জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় চোরদের বিরুদ্ধে ভূক্তভোগীরা গত ডিসেম্বরের ১৭ তারিখে ৩জনকে আসামী করে থানায় একটি মামলা করেন বলে জানা গেছে। মামলা সূত্রে জানা যায়, ডিসেম্বরের ১৪ তারিখ গভীর রাতে ওই গ্রামের বাসিন্দা সুমন কাজির বসতঘরে সজিব ও মাগরিব সিঁদ কেটে তাঁর ঘর থেকে দুইটি মোবাইল ফোন, নগদ ৬৫ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যাওয়ার সময় তাঁদের চিনতে পেরে ধাওয় করেন ভূক্তভোগীরা। এসময় তাঁদের ডাকচিৎকারে বাড়ির লোকজন ছুটে আসলে অভিযুক্তরা কৌশলে পালিয়ে যায়।
ভূক্তভোগী সুমন কাজি বলেন, থানায় মামলা করার পর থেকে মামলা উঠিয়ে নেয়ার জন্য অভিযুক্ত আসামীদের পরিবার ও পলাতক আসামিরা বিভিন্ন মাধ্যমে আমাদের হুমকি ধমকি দিয়ে আসছে।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান পাটোয়ারী বলেন, চুরির অভিযোগে থানায় একটি মামলা হয়েছে ওই মামলায় মাগরিব নামের একজনকে গ্রেপ্তার করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ওই মাগরিবের বিরুদ্ধে সিআইডিতে শিশু হত্যার অভিযোগে একটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ০:৪৯:২১   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশনে অন্যের জমি দখলে নেওয়ার অভিযোগ সাবেক ইউপি চেয়ারম্যান রাসেলের বিরুদ্ধে
বাপ্তায় জমি সংক্রান্ত বিরোধে এতিম সন্তানের উপর হামলা
‘টাকা পেলেই ভাতা করার দায়িত্ব নেন দফাদার’
চরফ্যাসনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ভোলায় ১ হাজার পিচ ইয়াবাসহ আটক ১
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০
ভোলায় অন্যের ভোগদখলীয় জমির গাছ কেটে দখলের চেষ্টা
পুলিশ চাকরির লোভ দেখিয়ে প্রতারণা, অবশেষে আটক
তারা কখনো জিন বাবা- কুফরি বাবা, আবার কখনো কালী বাবা
পশ্চিম ইলিশায় অন্যের কবরস্থানে জেলা পরিষদের নেমপ্লেট লাগিয়ে অর্থ আত্মসাতের চেষ্টা : বাধা দেয়ায় ১জনকে পিটিয়ে জখম



আর্কাইভ