দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে টিকার আওতায় এনেছে: এমপি শাওন

প্রচ্ছদ » জেলা » দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে টিকার আওতায় এনেছে: এমপি শাওন
মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১



লালমোহন প্রতিনিধি ॥
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে শিক্ষার্থীদেরকে যথাসময় টিকা দেওয়া সম্ভব হচ্ছে। আওয়ামী লীগ সরকার শিক্ষাকে ‘সব থেকে বেশি’ গুরুত্ব দিয়েছে,নতুন অর্থবছরের বাজেটেও শিক্ষা ও দক্ষতা উন্নয়নসহ “করোনা মহামারী প্রাদুর্ভাবের শুরু থেকেই শিক্ষার্থীদের পাঠ্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় পদক্ষেপ গ্রহণ করেছেন আওয়ামীলীগ সরকার এবং আমেরিকান সরকার ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য ফাইজারের টিকাটি অনুমোদন দেওয়ার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আজ দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে টিকার আওতায় এনেছে।
সোমবার সকালে লালমোহন উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসের আয়োজনে এইচএসসি পরীক্ষাথীদের মাঝে ফাইজারের টিকা প্রদান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।

---

এমপি শাওন আরোও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের পর্যায়ে নিযে এসেছিলেন। তার সুযোগ্য কন্যার আন্তরিক প্রচেষ্টায় দেশকে আজ তাঁরই পদাংক অনুসরণ করে উন্নয়নশীল দেশে পরিণত করেছে। এমনকি করোনাভাইরাস মোকবেলাতেও বাংলাদেশ যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। কারণে শুধু করোনাভাইরাস নয়, যে কোন দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জন করেছেন শেখ হাসিনা সরকার।
মহামারী করোনার কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর আসন্ন এইচএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের লক্ষে ফাইজারের টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮৯১জন এইচএসসি পরীক্ষার্থী ফাইজারের টিকা পাবেন।
উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ আরোও অনেকে।

বাংলাদেশ সময়: ০:১২:৩৩   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


সাময়িক বরখাস্ত হলেন বিএমইটি ভোলার সহকারী পরিচালক মোশাররফ হোসেন
‘নকশী কাঁথা’ সেলাই করে ঘুরে দাঁড়ালেন ভোলার আমেনা খানম
ভোলায় পানিতে ডুবে প্রাণ গলে দুই শিশুর
বেনজীরের গ্রেফতার ও বিচারের দাবিতে ভোলায় সুজনের সমাবেশ-স্মারকলিপি
ফরিদপুরে দুই মুসলিম শ্রমিকের নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবিতে ভোলায় বিক্ষোভ সমাবেশ
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে
ভোলায় ৬ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর সরকারি চাকরিজীবী ফোরামের স্মারকলিপি
ভোলায় তীব্র তাপদাহে অস্থির জনজীবন
ছয় শতাধিক শিক্ষার্থীর পাঠদানে অনিশ্চয়তা



আর্কাইভ