তজুমদ্দিনে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রচ্ছদ » অপরাধ » তজুমদ্দিনে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ১৪ জুলাই ২০২১



স্টাফ রিপোর্টার ॥
ভোলার তজুমদ্দিনে অথই চক্রবর্তী (১৪) নামের এক গৃহবধু ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জুলাই) তজুমউদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর ৪ নং ওয়ার্ড গৃহবধূর শশুরবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করে।

 

থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, অথইর শ্বশুর রনজিত চক্রবর্তী ও তার স্ত্রী বুধবার বিকেলে মাঠে কাজ করতে যায়। তারা সন্ধ্যায় বাড়ি ফিরে দেখে ঘরের দরজা বন্ধ। ডাকাডাকির পরও কোন সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা মিলে দড়জা ভেঙ্গে ঘরে প্রবেশ করে করে দেখেন অথইর ঝুলন্ত লাশ। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
গৃহবধু অথই রনজিত চক্রবর্তীর ছেলে সুজনের স্ত্রী। পাশ্ববর্তী শম্ভুপুর গ্রামের যাদব চক্রবর্তীর মেয়ে। অথই চক্রবর্তীর সাথে ৭/৮ মাস আগে প্রেমের স¤পর্কে বিয়ে হয় তাদের। সুজন ঢাকায় কর্মরত থাকায় অথই শ্বশুর শাশুড়ীকে নিয়ে একসাথে বসবাস করতো।
গৃহবধূ অথই ২০১৯ সালে গোলকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে সমাপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা বলছেন, বিয়েতে গৃহবধূ অথইর সম্মতি না থাকায় স্বামী ও শ্বশুর-শাশুড়ির সাথে মনোমালিন্য ছিলো না।প্রায়ই মোবাইল ফোনে কথা বলার কারনে অথইর শ্বশুর-শাশুড়ি তাকে বকাবকি করতো। এটি বাল্যবিয়ের একটি করুন পরিনতি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক জানান, গৃহবধূর ঝুলন্ত লাশের খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে সুরতাহাল রিপোর্ট প্রস্তুত করেছে। আজ বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। আত্মহত্যার সঠিক কারন এখনো জানা যায়নি।
উল্লেখ, গত দুই মাসে বাল্যবিয়ের বলি হয়ে তজুমদ্দিনে উপজেলায় অন্তত চার জন আত্মহত্যা পথ বেছে নিয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১১:২৭   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


পশ্চিম ইলিশায় ৩ ঘরে দূদর্শ চুরি
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
ভোলায় দুই মাদক কারবারীকে সাজা
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ওমরাহ পাঠানোর নামে হাজী কামালের প্রতারণা
চরফ্যাশনে ভূমিদস্যু মুছার নেতৃত্বে নারী ও শিশুর ওপর সন্ত্রাসী হামলা
লালমোহনে জমি দখলের জন্য মালিকের উপর হামলার অভিযোগ
দালালদের খপ্পড়ে পড়ে নিঃস্ব জীবন ॥ চরফ্যাশন উপজেলার পাচঁ প্রবাসীর আর্তনাদ!
সৎ মায়ের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
চরফ্যাশনে ব্যবসায়ীকে হাত পা বেধেঁ মারধরের অভিযোগ



আর্কাইভ