চরফ্যাশনে চাঁদাবাজি, হত্যা চেষ্টা মামলায় দুই বছরেও আসামি গ্রেফতার হয়নি মামলা তুলে নেওয়ার হুমকি

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে চাঁদাবাজি, হত্যা চেষ্টা মামলায় দুই বছরেও আসামি গ্রেফতার হয়নি মামলা তুলে নেওয়ার হুমকি
সোমবার, ১২ জুন ২০১৭



---
চরফ্যাশন প্রতিনিধি ॥
ভোলার চরফ্যাশনে চাঁদাবাজি ও হত্যার চেষ্টায় দুই বছর পর ও গ্রেফতার হয়নি মামলার কোনো আসামি, উল্টো মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য প্রশাষন ও প্রভাবশালী মহল চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ করছেন বাদী আবদুস সামাদ মীর।
সূত্রে জনাযায় বোরহানউদ্দিন থানার হাসান নগর ইউনিয়নের মির্জাকালু এলাকার বাসিন্দা আবদুস সামাদ মীর (৭০) নদী ভাঙ্গার কারনে ২০০৪ সালে চরফ্যাশন উপজেলার শশীভুষন থানার এয়াজপুর ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের নতুন করে বসত বাড়ি স্থাপন করে। বসতি নির্মানের পর থেকে স্থানীয় মৃত ফারুকের ছেলে নাজমুল গংরা চাঁদা দাবি আদিপত্য বিস্তার সহ বিভিন্ন কারনে হয়রানি চেস্টা করত। ২০১৫ সালে আবদুস সামাদ মীরদের সাথে মৃত ফারুকের ছেলে আজাদ গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ বাজে ঘটনায় ক্ষিপ্ত হয়ে আজাদ গংরা আবদুস সামাদ মীরদের কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। আবদুস সামাদ মীর চাঁদা দিতে অস্বিকার করলে ২০১৫ সালে ১৭ ই জুলাই সকাল ৮ টার দিকে আজাদ ওরপে নাজমুলের নেতৃত্বে আওসান (২৪), সবুজ (২৩), সুফিয়া (২২), সুমাইয়া (২৭), অজ্ঞাত ১০ থেকে ১২ জন মিলে দা, বডি, রড, কুড়াল, সাবল, লাটি সোটা দেশীয় অস্ত্র সস্ত্রসহ আবদুস সামাদ মীরের বসত ঘরে হামলা চালায় এবং এলোপাতারি মারধর করে। ঢাকা মোহাম্মদপুরে আলহাজ্ব মোকবুল হক ডিগ্রী কলেজে অনার্স পড়–য়া ছাত্র মোঃ আলআমিন (২৪), মোঃ কামাল , মমতাজ বেগম, জাহানারা বেগমকে মেরে গুরুতর আহত করেন বিবাদীরা। ঘটনায় আবদুস সামাদ মীর বাদী হয়ে চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে চাঁদা বাজি ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলা দায়েরের দুই বছর পেরিয়ে গেলেও পুলিশ মামলা কোনো আসামিকে গ্রেফতার করতে পারে নি। মামলা তুলে নেওয়ার জন্য এবং বাদী আবদুস সামাদ মীরদের ভিটে থেকে উচ্ছেদ করার জন্য প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছেন আসামিরা। স্বাক্ষীদের  ঘটনার দুই বছর পরও স্বাক্ষীরা নিজ বসত বাড়িতে যেতে পারছেন না। আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও গ্রেফতার করছেন না পুলিশ। আসামিদের কাছে টাকা খেয়ে মামলার ফাইনাল রিাপোট প্রধান করে এসআই সহিদ। বাদী মামলার নারাজি দিলে পুনরায় তদন্তের জন্য ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এব্যাপারে ডিবি পুলিশের এসআই আমিরুলের সাথে আলাপ করলে তিনি জানান মামলা  সুষ্ট তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নিব। বাদী আবদুস সামাদ জানান আমরা এ ঘটনার পর থেকে এ এলাকায় শান্তিতে বসবাস করতে পারছি না। বিভিন্ন সময় আসামি সহ বিভিন্ন মহল আমাদেরকে মামলা তুলে নেওয়ার জন্য এবং এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য একের পর এক হুমকি দিচ্ছে আসামি পক্ষের লোক জনরা। এখন আমরা নিরাপত্তা হীনতায় ভোগতেছি। এমতাবস্থায় রাজনৈতিক মহল ভোলা চার আসনের সংসদ সদস্য বন ও পরিবেশ উপমন্ত্রী  আলহাজ্ব আবদুল্লাহ ইসলাম জেকব এমপি মহোদয়, জেলা প্রশাষন ও পুলিশ সুপার হস্তক্ষেপ কামনা করছি।

বাংলাদেশ সময়: ২৩:০১:৫০   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে অটোরিকশার চাপায় নিথর পথচারী
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
চরফ্যাশনে ভূমিদস্যু মুছার নেতৃত্বে নারী ও শিশুর ওপর সন্ত্রাসী হামলা
দালালদের খপ্পড়ে পড়ে নিঃস্ব জীবন ॥ চরফ্যাশন উপজেলার পাচঁ প্রবাসীর আর্তনাদ!
চরফ্যাশনে চুরি ও ডাকাতি থেকে মুক্তি ও অপরাধীদের শাস্তির দাবীতে জেলেদের মানববন্ধন ও বিক্ষোভ
চরফ্যাশনে ব্যবসায়ীকে হাত পা বেধেঁ মারধরের অভিযোগ
চরফ্যাশনে পলিথিন পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাশনে অন্যের জমি দখলে নেওয়ার অভিযোগ সাবেক ইউপি চেয়ারম্যান রাসেলের বিরুদ্ধে
চরফ্যাসনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ইডেন ছাত্রীর বিয়ের দাবীতে মিথ্যা অপপ্রচার থেকে মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন



আর্কাইভ