ইফতার নিয়ে কর্মহীন ও শ্রমজীবীদের পাশে দাঁড়ালেন ভোলা জেলা ছাত্রলীগ

প্রচ্ছদ » ভোলা সদর » ইফতার নিয়ে কর্মহীন ও শ্রমজীবীদের পাশে দাঁড়ালেন ভোলা জেলা ছাত্রলীগ
শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
করোনার কারণে লকডাউন চলাকালীন সময়ে ভোলায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ শ্রমজীবী মানুষের পাশে ইফতার সামগ্রী বিতরণ করেন ভোলা জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে  ভোলা জেলা শাখা ছাত্রলীগের উদ্যোগে ভোলা শহরের বাংলা স্কুল মোড়ে সদর রোডের বিভিন্ন পয়েন্টে কয়েক শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিনামূল্যে হত দরিদ্রদের দিচ্ছে সংগঠনটি নেতাকর্মীরা।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নির্দেশে রোজার শুরু থেকেই ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ ও সাধারন সম্পাদক হাসিব মাহমুদ হিমেল ইফতার বিতরন কার্যক্রম অব্যাহত রাখছেন। এসময় ছাত্রলীগ নেতৃবিন্দরা বলেন, আমাদের বিভিন্ন মানবিক কার্যক্রম নতুন প্রজন্মকে ছাত্রলীগ সম্পর্কে ভিন্ন বার্তা দিচ্ছে। আমরা মানবতাকে সাথে নিয়ে আগামীতে পথ চলতে চাই।

---

এ সময়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি তৈয়বুর রহমান,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকারিয়া হোসেন অমি, আমিনুল ইসলাম ইভান, ফাহিম, যুগ্ম-সাধারন সম্পাদক নেওয়াজ শরিফ কুতুব, সাংগঠনিক সম্পাদক সুমন, জাহিদ হাছান শান্ত, ছাত্রলীগ নেতা আরমান আহসান, পিয়ার হাসান, আরিফ হোসেন, রাজুসহ বিভিন্ন শাখা নেতৃবিন্দরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নির্দেশে করোনা কালীন সময়ে ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছি। বর্তমান সময়ে অনেক মানুষ সংকটে আছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আজকে আমরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কর্মহীন ও শ্রমজীবী মানুষের মধ্যে  ইফতার বিতরণ করেছি। ভবিষ্যতেও এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
সাধারন সম্পাদক হাসিব মাহমুদ হিমেল বলেন,আমরা ইফতার দেয়ার পাশাপাশি অমরা মানুষের স্বাস্থ্য সচেতনতায় এগিয়ে আসছি। করোনার মধ্যে ভোলায় ডায়রীয়ার প্রকোট বাড়ছে তাই ভোলা জেলা ছাত্রলীগের উদ্যোগে আমরা মানুষের স্বাস্থ্য সচেতনতায় মেডিকেল টিম গঠন করে ছাত্রলীগের পক্ষ থেকে স্বাস্থ্য সেবা প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ২০:১৬:১১   ৩৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


সুষ্ঠু নির্বাচনের দাবিতে চেয়ারম্যান প্রার্থী ইউনুছের সংবাদ সম্মেলন
ভোলায় উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা সভা
ভোলায় তৃষ্ণার্ত পথচারীদের মাঝে নিজাম হাসিনা ফাউন্ডেশনের খাবার পানি বিতরণ
ভোলায় ১ হাজার পিচ ইয়াবাসহ আটক ১
আশরাফ হোসেন লাভু ছিলো আ’লীগের নিবেদিত প্রাণ: তোফায়েল আহমেদ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০
আমাকে মটর সাইকেল প্রতীকে আপনাদের মুল্যবান ভোটটি দিবেন: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
নদীতে মিলছে না কাংখিত ইলিশ, হতাশ জেলেরা
সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউনুস-পলাশ এর মতবিনিময় সভা
ভোলায় অন্যের ভোগদখলীয় জমির গাছ কেটে দখলের চেষ্টা



আর্কাইভ