ভোলায় বাড়ছে করোনা, ১০ দিনে আক্রান্তের হার ৪২ শতাংশ

প্রচ্ছদ » জেলা » ভোলায় বাড়ছে করোনা, ১০ দিনে আক্রান্তের হার ৪২ শতাংশ
শুক্রবার, ৯ এপ্রিল ২০২১



স্টাফ রিপোর্টার ॥
ভোলায় বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে প্রতিদিন গড়ে জেলায় ২০ থেকে ৩০ জনের অধিক রোগী শনাক্ত হচ্ছে। গত ১০ দিনে নমুনা সংগ্রহের হিসাবে করোনা শনাক্তের হার ছিলো ৪২ শতাংশ। যা গত এক বছরের তুলনায় সর্বোচ্চা। অন্যদিকে গত দুই মাসে করোনা শনাক্তের হার ছিলো ৫-১০ শতাংশ।

---

এদিকে গত এক সপ্তাহে করোনা আত্রান্ত হয়ে জেলায় মারা গেছে আরো দুই জন। এ নিয়ে জেলায় মোট ১৩ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘন্টায় জেলায় আরো ১৮ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এক বছরে ১ হাজার ৩০৩ জন আক্রান্ত হলো। জেলায় সুস্থ্য হয়েছে এক হাজার ১৬ জন। শুক্রবার (৯ এপ্রিল) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সুত্র জানায়, জেলায় বর্তমানে ২৭৪ জন করোনা রোগী কোয়ারেন্টিনে আছেন, যার মধ্যে আইসোলেশনে আছেন ১৮ জন।
ভোলার সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, করোনা সংক্রমরোধে কাজ করছে স্বাস্থ্যবিভাগ। করোনা ইউনিট, ডাক্তার, নার্স, ওষুধ ও অকসিজেন প্রস্তুত রয়েছে। করোনা ইউনিটে ৭ জন ডাক্তার ও ১০ জন নার্স প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও করোনা রোগীদের চিকিৎসায়  সদরে ১০০টি শয্যাসহ সাত উপজেলায় আরো ৩০টি বেড প্রস্তুত রয়েছে। প্রয়োজনীয় ওষধু ও অকসিজেন সরবরাহ রয়েছে। এছাড়াও  ৮ এপ্রিল থেকে করোনার ২য় ডোস টিকাদান কর্মসূচী শুরু হয়েছে।
অন্যদিকে করোনা সংক্রমরোধে করোনারোধে স্বাস্থ্যবিধি প্রতিপালনে জেলা প্রশাসনের অভিযান চলছে। এসব অভিযানে মাস্ক ব্যবহার না করায় জরিমানা আদায় করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারনা ও মাস্ক বিতরন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:৪৫:৫৯   ৩৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


সুষ্ঠু নির্বাচনের দাবিতে চেয়ারম্যান প্রার্থী ইউনুছের সংবাদ সম্মেলন
ভোলায় উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা সভা
আশরাফ হোসেন লাভু ছিলো আ’লীগের নিবেদিত প্রাণ: তোফায়েল আহমেদ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০
আমাকে মটর সাইকেল প্রতীকে আপনাদের মুল্যবান ভোটটি দিবেন: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
নদীতে মিলছে না কাংখিত ইলিশ, হতাশ জেলেরা
সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউনুস-পলাশ এর মতবিনিময় সভা
ভোলায় তীব্র তাপদাহের পর একপশলা প্রশান্তির বৃষ্টি
ভোলা জেলা শ্রমিক লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা



আর্কাইভ