লালমোহনে সন্ত্রাসী হামলায় আহত ব্যক্তি নিতে পারেনি চিকিৎসা সেবা

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে সন্ত্রাসী হামলায় আহত ব্যক্তি নিতে পারেনি চিকিৎসা সেবা
বুধবার, ৩১ মার্চ ২০২১



স্টাফ রিপোর্টার ॥
লালমোহন পৌর সদরের হামীম একাডেমী সংলগ্ন সড়কে জাহাঙ্গীর আলম (৪২) নামে একজন কে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করেছে একদল সন্ত্রাসী। আহত জাহাঙ্গীর আলমের  দুটি পা ভেঙ্গে দেয়া হয়েছে এবং মাথায় ধারালো অস্ত্রের ২১টি আঘাতের চিহৃ রয়েছে। হামলার পর লালমোহন হাসপাতালে ভর্তি করা  হলে ও সন্ত্রাসীদের পক্ষ থেকে ফের হামলার হুমকির ফলে নিরাপত্তার স্বার্থে রাতেই তাকে পাশের উপজেলা চরফ্যাসনের ১০০শয্যার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রবিবার রাত পৌনে ১০টায় লালমোহন সদর বাজার থেকে বাড়ী ফেরার এ হামলার ঘটনা ঘটে।

---

চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন জাহাঙ্গীর আলম জানান, তার বাড়ী লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডে। তার বাবা আলী আহাম্মদ রমাগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের  মেম্বার। স্থানীয় দু’জন ব্যবসায়ীর মধ্যে লেনদেন নিয়ে ঝামেলা নি®পত্তির জন্য শালিস বিচার করেন জাহাঙ্গীর। এতে সংক্ষুব্ধ একটি পক্ষের ভাড়াটে সন্ত্রাসী জীবন ও ইউছুফের নেতৃত্বে তার উপর হামলা করে। ঘটনার সময় লালমোহন সদর বাজার থেকে রমাগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা করেন
জাহাঙ্গীর। পৌর সদরের হামীম একাডেমীর সামনে আসলে জীবন ও ইউছুফ তাকে ধরে হামীম একাডেমী সংলগ্ন সড়কে  নিয়ে উপর্যপরি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করে। সেখানে আবার ও হামলার হুমকি পাওয়ায় ঘটনার রাতেই পাশের উপজেলা চরফ্যাসন হাসপাতালে  স্থানান্তর করা হয়।  এ রির্পোট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
লালমোহন থানার ওসি জানান, এ বিষয়ে কোন ধরনের  অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ০:৩৮:৫৯   ৪৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


পশ্চিম ইলিশায় ৩ ঘরে দূদর্শ চুরি
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
ভোলায় দুই মাদক কারবারীকে সাজা
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ওমরাহ পাঠানোর নামে হাজী কামালের প্রতারণা
চরফ্যাশনে ভূমিদস্যু মুছার নেতৃত্বে নারী ও শিশুর ওপর সন্ত্রাসী হামলা
লালমোহনে জমি দখলের জন্য মালিকের উপর হামলার অভিযোগ
দালালদের খপ্পড়ে পড়ে নিঃস্ব জীবন ॥ চরফ্যাশন উপজেলার পাচঁ প্রবাসীর আর্তনাদ!
সৎ মায়ের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
চরফ্যাশনে ব্যবসায়ীকে হাত পা বেধেঁ মারধরের অভিযোগ



আর্কাইভ