উত্তর দিঘলদীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » উত্তর দিঘলদীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ
মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১



স্টাফ রিপোটার ॥
ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের আদালতের নিষেধাজ্জা উপেক্ষা করে বিরোধীও জমির উপর থেকে মুল্যবান গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই বেপারে জমির মালিক রাজিব হাসান রবিন বাদী হয়ে ভোলার আদালতে মামলা দায়ের করেন, মামলার বিবরণে জানা গেছে, এই জমি একই এলাকার কবির ও জেসমিন গং দের সাথে ১ একর ৫৮ শতাংশ জমির বিরোধ চলে আসছে। রবিন গং দের, যাহার দাগ নং- এস এ  খতিয়ান নং- ১৩১৫/১৫৩৪/১৫৩৫ যাহার  এস এ দাগ নং- ৫৮০৩/৫৮০৪ এ নিয়ে আদালতে মামলা চলমান অবস্থায় উভয় পক্ষকে স্থীতিশীল অবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন আদালত।কিন্তু আদালতের নিশেধাজ্ঞা শর্তেও কবির ও জেসমিন গং গত- ২৪/০২/২০২১ইং রোজ বুধবার সকাল ৮.০০ থেকে দুপুর ২.০০ পর্যন্ত, রাজিব হাসান রবিন গং এর দখলিও জমির মধ্য থেকে ১৫টি মেহগনি গাছ ও ১৩টি গাব গাছ কেটে ঠেলা গাাড়ি দিয়ে নিয়ে যায়। যাহার বর্তমান বাজার মুল্য ১০১,০০০.০০/- টাকা। এ সময় রাজিব বাধা দিলে কবির ও তার স্ত্রী জেসমিন বেগম একদল সন্ত্রাসী দ্বারা দা, কুড়াল, বটিও লাঠি নিয়ে রবিন ও তার মা হাওয়া বিবি ’র উপর চরম হামলা চালায় এবং মারাত্মক ভাবে আহত হয় । এবং ২নং স্বাক্ষী হাওয়া বিবির কানে থাকা একজোড়া কানের দুল নিয়ে যায়। যাহার ওজন এক ভরি, বর্তমান বাজার ধর ৬৪,০০০.০০/- টাকা। একদিকে দীর্ঘ বছর ধরে এই জমির বিরোধ মিমাংশ এর জন্য স্থানীয় চেয়ারম্যান লিয়াকত হোসেন মুনসুর ও স্থানীয় গন্যমান্যসহ , ইউপি সদস্যগন সমাধান করে দিলেও কবির গং প্রভাব খাটিয়ে জমির সীমানা পরিবর্তন করা সহ নানান ভাবে হয়রানী করে আসছেন । সর্বশেষ গত ১০/০৭/২০১৯ তারিখে উত্তর দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান জনাব লিয়াকত হোসেন মুনসুর মিঞার সভাপতিত্তে ও ইউপি সদস্যগনসহ গন্যমান্য ব্যক্তি বর্গ কে নিয়ে আরও একটি শালিশ মিমাংশা হয়। স্বর-জমিনে কাগজ-পত্র দেখে ও জমিন মেপে  রবিন গং এর, কবির গং দের কাছ থেকে ৯৯ শতাংশ জমি পাওনা হয়। সে অনুপাতে  চেয়ারম্যান জনাব লিয়াকত হোসেন মুনসুর ও শালিশদার গন জমির সীমানা বুঝিয়ে দেন। কিন্তু চেয়ারম্যান চলে যাওয়ার পর কবির গং ঐ জমির সীমানা পিলার সরিয়ে নেন। এবং আদালতের নিশেধাজ্ঞা থাকা শর্তেও জমি থেকে মুল্যবান গাছ-পালাকেটে নিয়ে যান। তাদের বিরোদ্ধে ভোলা বিজ্ঞ নিবৃাহী ম্যাজিস্ট্রট আদালতে মামলা থাকায়, ঐ মামলায় ০৮/১২/২০২০ইং তারিখে কবির গং ঐ জমিতে যাবেন না বলে মুছলেখা দিয়ে আসেন। ভূক্তোভোগি পরিবার টি উচ্চ আদালতে তাদের বিরোদ্ধে জরুরীভাবে হস্তক্ষেপ কামনা করছেন।

বাংলাদেশ সময়: ২৩:১৭:৪৪   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


নেয়ামতপুর চরে ভূমি মালিকদের উপর ভূমিদস্যুদের হামলা ॥ গুরুতর আহত ২৫
চরফ্যাশনে অন্যের জমি দখলে নেওয়ার অভিযোগ সাবেক ইউপি চেয়ারম্যান রাসেলের বিরুদ্ধে
বাপ্তায় জমি সংক্রান্ত বিরোধে এতিম সন্তানের উপর হামলা
‘টাকা পেলেই ভাতা করার দায়িত্ব নেন দফাদার’
চরফ্যাসনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ভোলায় ১ হাজার পিচ ইয়াবাসহ আটক ১
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০
ভোলায় অন্যের ভোগদখলীয় জমির গাছ কেটে দখলের চেষ্টা
পুলিশ চাকরির লোভ দেখিয়ে প্রতারণা, অবশেষে আটক
তারা কখনো জিন বাবা- কুফরি বাবা, আবার কখনো কালী বাবা



আর্কাইভ