ভোলায় পাচার কালে ৩০ লক্ষ অবৈধ চিংড়ির রেনু জব্দ, নদীতে অবমুক্ত

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় পাচার কালে ৩০ লক্ষ অবৈধ চিংড়ির রেনু জব্দ, নদীতে অবমুক্ত
শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১



স্টাফ রিপোর্টার ॥
ভোলার চরফ্যাশনে পাচারকালে ৩০ লক্ষ অবৈধ চিংড়ির রেনু জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে চরফ্যাশনের চরমাদ্রাজ ইউনিয়নের নতুন স্লুইস এলাকা থেকে প্রায় ৩০ লক্ষ চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়। অবৈধ চিংড়ির রেণু পোনা পাচারকালে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

---

জানা যায়, চরফ্যাশন উপজেলার প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন চিংড়ির রেনু অবৈধভাবে আহরণ ও পাচার হয়ে আসছে। এই সিন্ডিকেটের মূলহোতা স্থানীয় লুৎফর দেওয়ান। একাধিক সমীক্ষায় উঠে এসেছে চরফ্যাশন উপজেলা থেকে শুধুমাত্র লুৎফর দেওয়ান এর নেতৃত্বে মাসে প্রায় ৫ থেকে ৭ কোটি টাকার রেনু পোনা পাচার হয়। এর আগেও লুৎফর দেওয়ানের একাধিক অবৈধ রেনু সংরক্ষণকারী আড়ৎ সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এর পরেও অবৈধ ব্যবসা বন্ধ না করে বরং এ বিষয়ে সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে গেলে তাদেরকে লাঞ্ছিত ও হামলা করেন লুৎফর দেওয়ানের সন্ত্রাসী বাহিনী। এ বিষয়ে এখনো মামলা চলমান রয়েছে।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ চিংড়ির রেণু পোনা পাচারকালে অভিযান পরিচালনা করি। এতে প্রায় ৩০ লক্ষ চিংড়ির রেনু জব্দ করতে সক্ষম হই। তবে আমাদের উপস্থিতি জানতে পেরে রেনু পাচারের সাথে সংসৃষ্টরা পালিয়ে যায়। জব্দকৃত চিংড়ির রেনু আমরা নদীতে অবমুক্ত করেছি। আর পাচারের সাথে সংসৃষ্ট সকলকে ধরার ব্যবস্থা চলছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:৪১   ৩৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


নেয়ামতপুর চরে ভূমি মালিকদের উপর ভূমিদস্যুদের হামলা ॥ গুরুতর আহত ২৫
চরফ্যাশনে অন্যের জমি দখলে নেওয়ার অভিযোগ সাবেক ইউপি চেয়ারম্যান রাসেলের বিরুদ্ধে
বাপ্তায় জমি সংক্রান্ত বিরোধে এতিম সন্তানের উপর হামলা
‘টাকা পেলেই ভাতা করার দায়িত্ব নেন দফাদার’
চরফ্যাসনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ভোলায় ১ হাজার পিচ ইয়াবাসহ আটক ১
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০
ভোলায় অন্যের ভোগদখলীয় জমির গাছ কেটে দখলের চেষ্টা
পুলিশ চাকরির লোভ দেখিয়ে প্রতারণা, অবশেষে আটক
তারা কখনো জিন বাবা- কুফরি বাবা, আবার কখনো কালী বাবা



আর্কাইভ