দৌলতখানের উত্তর জয়নগর ওয়ারিশ সম্পত্তি জোরপূর্বক দখল

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানের উত্তর জয়নগর ওয়ারিশ সম্পত্তি জোরপূর্বক দখল
বুধবার, ২৭ জানুয়ারী ২০২১



আশরাফ ইমন ॥
ভোলার দৌলতখানের উত্তর জয়নগর এলাকায় ক্রয় কৃত সম্পত্তি সীমানার পিলার নিয়ে ফারুক (৫৫) এর নেতৃত্বে বিবাদীদের উপর অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ২২ জানুয়ারি ২০২১ সকাল ১১:৪৫ এর সময় এ ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, উত্তর জয়নগর ২নং ওয়ার্ড এ আজিজুল মাল, নুরজাহান বেগম, জোলেখা, হাফেজা, জানু, তার মায়ের থেকে ওয়ারিশ সূত্রে ১৩ শতাংশ জমিন পান, সেই জমিন জোরপূর্বক দখল করে নেন মোহাম্মদ ফারুক (৫৫) ইসলাম সাদ্দাম, আবু তাহের, বজলুর রহমান। এই জমিনে ফয়সালা করতে গেলে মোহাম্মদ ফারুকের নেতৃত্বে জুয়েল, আবু তাহের, ইসলাম সাদ্দাম, আরজু বেগম, ফাতেমা বেগম এদের নিয়ে আর্তকিত হামলা চালান।
এতে আহত হন, আজিজুল ইসলাম (৬০), নসু (৫০), জামাল (৪৫), আজিজুল মাল (৫০), জাকির (৩০), জোলেখা (৪৫), হাফেজা (৩৫)।
ভুক্তভোগী নুরজাহান বেগম বলেন, তার মায়ের অংশ হিসাবে তিনি তার চার বোন এক ভাই মিলে ১৩ শতাংশ জমিন পাই। সেই জমিন জোরপূর্বক দখল করে নেন ফারুক, আবু তাহের, ইসলাম সাদ্দাম। সেই জমিকে কেন্দ্র করে তাদেরকে বিগত দিন হতে হুমকি দিয়ে যান। শুক্রবার ১১:৪৫ এ সময় আর্তকিত হামলা চালান। ভুক্তভোগীরা ভোলা-২ আসন এর এমপি আলী আজম মুকুল ও ভোলা জেলা পুলিশ সুপার সরকার আহমেদ কাউসার এর সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ০:২০:২৪   ৬৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


নেয়ামতপুর চরে ভূমি মালিকদের উপর ভূমিদস্যুদের হামলা ॥ গুরুতর আহত ২৫
চরফ্যাশনে অন্যের জমি দখলে নেওয়ার অভিযোগ সাবেক ইউপি চেয়ারম্যান রাসেলের বিরুদ্ধে
বাপ্তায় জমি সংক্রান্ত বিরোধে এতিম সন্তানের উপর হামলা
‘টাকা পেলেই ভাতা করার দায়িত্ব নেন দফাদার’
চরফ্যাসনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ভোলায় ১ হাজার পিচ ইয়াবাসহ আটক ১
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০
ভোলায় অন্যের ভোগদখলীয় জমির গাছ কেটে দখলের চেষ্টা
পুলিশ চাকরির লোভ দেখিয়ে প্রতারণা, অবশেষে আটক
তারা কখনো জিন বাবা- কুফরি বাবা, আবার কখনো কালী বাবা



আর্কাইভ