বাপ্তায় ইউপি কার্যালয়ে লিগ্যাল এইড’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রচ্ছদ » অপরাধ » বাপ্তায় ইউপি কার্যালয়ে লিগ্যাল এইড’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭



---
কান্তিলাল গাঙ্গুলী ॥
ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জাতীয় আইনগত সহায়তা সম্পর্কে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করেছেন বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা। গত ৩০ জুলাই মাঠ পর্যায়ে তৃণমূল মানুষকে আইনগত সহায়তা পৌঁছে দিতে এই প্রথম লিগ্যাল এইড এর আইন সহায়তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
বাপ্তা ইউপি পরিষদের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ফেরদৌস আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আখতারুজ্জামান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ একেএম এনামুল করিম, অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমিন জাহাঙ্গীর। অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী জজ ও জেলা আইন সহায়তা কর্মকর্তা মোঃ জাকির হোসেন।
সভায় জাতীয় আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে ধারনা দিতে গিয়ে বক্তারা বলেন, গ্রাম পর্যায়ের অতি দরিদ্র সাধারন মানুষের দোড়গোড়ায় আইনী সেবা পৌঁছে দেওয়ায়ই আইন সহায়তা কার্যক্রমের মূল লক্ষ্য। এই কার্যক্রমের মধ্যে রয়েছে মামলা মোকদ্দমা না করেন, বিবাধ মান পক্ষদের মধ্যে সমঝোতার মাধ্যমে বিরোধ মিমাংসা করে দেওয়া। মামলায় জড়িয়ে পরার পরেও কোন পক্ষ চাইলে আইন সহায়তা কার্যক্রমের আওতায় সমঝোতার মাধ্যমে মিমাংসা করে দেওয়া হয়। এছাড়াও অর্থনৈতিকভাবে অস্বচ্ছল ব্যক্তিবর্গকে আইন সহায়তা দেওয়ার জন্য আইনজীবীরা পারিশ্রমিক আইন সহায়কতা কার্যক্রমের পক্ষ থেকে পরিশোধ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৩৪:২০   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


পশ্চিম ইলিশায় ৩ ঘরে দূদর্শ চুরি
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
ভোলায় দুই মাদক কারবারীকে সাজা
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ওমরাহ পাঠানোর নামে হাজী কামালের প্রতারণা
চরফ্যাশনে ভূমিদস্যু মুছার নেতৃত্বে নারী ও শিশুর ওপর সন্ত্রাসী হামলা
লালমোহনে জমি দখলের জন্য মালিকের উপর হামলার অভিযোগ
দালালদের খপ্পড়ে পড়ে নিঃস্ব জীবন ॥ চরফ্যাশন উপজেলার পাচঁ প্রবাসীর আর্তনাদ!
সৎ মায়ের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
চরফ্যাশনে ব্যবসায়ীকে হাত পা বেধেঁ মারধরের অভিযোগ



আর্কাইভ