ঘুইংগার হাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রচ্ছদ » প্রধান সংবাদ » ঘুইংগার হাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
শুক্রবার, ৩ জুন ২০২২



স্টাফ রিপোর্টার ॥
ভোলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. আরিফ হোসেন (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মঞ্জুরুল ইসলাম হাসিব (১৭) ও এমরান হোসেন (১৮) নামে আরো দুই শিক্ষার্থী। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (২ জুন) সকাল ৮টার দিকে ভোলা সদর উপজেলা ঘুইংগার হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

---

নিহত আরিফ হোসেন বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের দাড়িয়াল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। আহত দুই শিক্ষার্থী ভোলা সদর উপজেলা দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বাসিন্দা। তারা তিনজন ভোলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়তে গিয়ে এই শিক্ষার্থীরা জানতে পারে তাদের প্রাইভেট বন্ধ। তাই তিনবন্ধু মিলে  মোটরসাইকেল যোগে খাসের হাট এলাকা থেকে ঘুইংগার হাট বাজার এলাকায় ঘুরতে আসে। এসময় আরিফ নিজেই মোটরসাইকেলটি চালিয়েছিল। মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ হারিয়ে ঘুইংগার হাট বাজার এলাকায় রাস্তায় থাকা আইল্যান্ডে (¯িপড ব্রাগার) মোটরসাইকেলটি সজোরে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। এবং ঘটনাস্থলেই আরিফ মৃত্যু হয়। এবং বাকি দুই জন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের ভোলা সদর হাসপাতালে নিয়ে আসেন।
ঘটনার সততা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, পরিবার কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে সড়ক দূর্ঘটনায় নিহত আরিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০:১৯:৫৮   ৪১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে
ভোলায় ৬ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর সরকারি চাকরিজীবী ফোরামের স্মারকলিপি
ভোলায় তীব্র তাপদাহে অস্থির জনজীবন
ছয় শতাধিক শিক্ষার্থীর পাঠদানে অনিশ্চয়তা
উপজেলা পরিষদ নির্বাচন: ভোলায় তিন উপজেলার ৩৮ প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ
ভোলায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার
ভোলার ৩ উপজেলায় ৩৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল



আর্কাইভ