বোরহানউদ্দিনে ৬৮ কেন্দ্র ঝূঁকিপূর্ণ, ভোটের মাঠে ৭ প্রার্থী

প্রচ্ছদ » প্রধান সংবাদ » বোরহানউদ্দিনে ৬৮ কেন্দ্র ঝূঁকিপূর্ণ, ভোটের মাঠে ৭ প্রার্থী
রবিবার, ২৪ মার্চ ২০১৯



আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ৫ স্তরের নিরাপত্তার মধ্যদিয়ে ভোটগ্রহন শুরু হচ্ছে রবিবার (২৪ মার্চ)। সকাল ৮ টায় ভোটগ্রহন শুরু হয়ে তা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ উপজেলার ৬৮টি ভোট কেন্দ্রের মধ্যে সব কয়টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ  ঘোষনা করা হয়েছে। নির্বাচনী মাঠে থাকছে পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসার বাহিনীর সদস্যরা।
এ চেয়ারম্যান পদের প্রার্থী আবুল কালাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় শুধু মাত্র ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহন হচ্ছে। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ প্রার্থী। এদের মধ্যে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো: রাসেল, মো: ইসমাইল হোসেন, মো: জসিম ও মো: জুলফিকার আলী। এখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে রাসেল ও ইসমাইল হোসেনের মধ্যে। অন্যদিকে নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন মাফুজা ইয়াসমিন, শিরিন বেগম ও মেহেরুন আক্তার মুন। এখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে  মাফুজা ইয়াসমিন, শিরিন বেগমের মধ্যে।
জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছেন, ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত বোরহানউদ্দিন উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৭১ হাজার ৫৫৮জন। যাদের মধ্যে পুরুষ ভোটার ৮৭ হাজার ৩২৪জন ও নারী ভোটার ৮৪ হাজার ২৩৪জন। মোট কেন্দ্র ৬৮টি।
রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন মামুন জানান, সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়েছে। অপ্রকিতর ঘটনা এড়াতে শক্ত অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সমগ্র উপজেলায় বিরাজ করছে উৎসবের আমেজ। পছন্দের প্রার্থীকে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষায় করছেন ভোটাররা।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:১৯   ৪৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলার গ্যাস উৎপাদন: কূপ খননে আরও চড়া দাম চায় গাজপ্রম
রাজাপুরে উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের উঠান সভা
সুষ্ঠু নির্বাচনের দাবিতে চেয়ারম্যান প্রার্থী ইউনুছের সংবাদ সম্মেলন
ভোলায় উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা সভা
ভোলায় ১ হাজার পিচ ইয়াবাসহ আটক ১
আশরাফ হোসেন লাভু ছিলো আ’লীগের নিবেদিত প্রাণ: তোফায়েল আহমেদ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০
আমাকে মটর সাইকেল প্রতীকে আপনাদের মুল্যবান ভোটটি দিবেন: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
নদীতে মিলছে না কাংখিত ইলিশ, হতাশ জেলেরা
সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউনুস-পলাশ এর মতবিনিময় সভা



আর্কাইভ