ভোলায় মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পুলিশ সুপারকে সংবর্ধনা

প্রচ্ছদ » জেলা » ভোলায় মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পুলিশ সুপারকে সংবর্ধনা
বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯



---
স্টাফ রিপোর্টার ॥
ভোলার পুলিশ সুপার মো: মোকতার হোসেন প্রেসিডেন্ট পুলিশ মেডেল-সেবা (পিপিএম-সেবা) পদক পাওয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভোলা জেলা ইউনিটের পক্ষ থেকে পুলিশ সুপারকে সংবর্ধনা প্রদান করা হয়। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে জেলা মুক্তিযুদ্ধো সংসদের কার্যালয়ে জেলা পুলিশ সুপারকে ফুল ও ক্রেস্ট প্রদান করে এই সংবর্ধনা দেয়া হয়। এসময় উপজেলা মুক্তিযুদ্ধো সংসদের পক্ষ থেকেও তাকে সংবর্ধনা দেয়া হয়।
তার অসীম সাহসিকতা, দায়িত্বশীল পেশাদারিত্ব, বীরত্বপূর্ণ অবদান, কর্তব্যনিষ্ঠা, সত্যতা ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরুপ অবদানের জন্য বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক ভোলা পুলিশ সুপারকে এই পদক দেওয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা মুক্তিযুদ্ধো সংসদ কমান্ডার দোস্ত মাহামুদ। এসময়
আরো উপস্থিত ছিলেন, ডেপুটে কমান্ডার মো: শফিকুল ইসলাম, বাংলার কন্ঠ সম্পাদক মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান, ভোলা সদর উপজেলা কমান্ডার মো: অহিদুর রহমান, সহকারী কমান্ডার মজিবুর রহমান, আমীর হোসেন বাচ্চু, মো: শাহজাহান, আব্দুল খালেক, জুলফিকার আহমেদ, রফিকুল ইসলাম, আসমত উল্ল্যাহ প্রমুখ।
এসময় পুলিশ সুপার বলেন, মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান। তারা এই দেশকে স্বাধীন করেছিল বলে আজ আমরা এসপি হতে পারছি। দেশর আইনশৃঙ্খলা ঠিক রাখার জন্য কাজ করতে পারছি। তাই আমার এই পদক আমার নয়। এই পদক আপনাদের সবার বলে জানান। এসময় মুক্তিযোদ্ধাদের সকল সুখে দু:খে পাশে থাকার কথা বলেন পুলিশ সুপার মো: মোকতার হোসেন। এসময় তিনি উপস্থিত মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে ভোলাকে মাদক মুক্ত করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ০:০৮:৫০   ২৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলা জেলা শ্রমিক লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা
বিদ্যুৎ উদ্বৃত্ত, তবু লোডশেডিং
দুই মাসের নিষেধাজ্ঞার পর মাছ শিকারে প্রস্তুত জেলেরা
লালমোহনে তীব্র গরমে মুরগির খামারিদের বাড়ছে দুশ্চিন্তা
আপনাদের সেবা করার সুযোগ দিবেন: চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
অটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
ভোলায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
আজকের ভোলার স্টাফ রিপোর্টার বাবু কান্তিলাল গাঙ্গুলী আর নেই



আর্কাইভ