ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত

প্রচ্ছদ » জেলা » ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত
বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮



---
স্টাফ রিপোর্টার ॥

“জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ভোলায় যুব রেড ক্রিসেন্টর আয়োজনে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০১৮। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১ নভেম্বর) ভোলা জেলা যুব রেড ক্রিসেন্ট এর আয়োজনে সকালে ভোলা জেলা পরিষদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পরে ভোলা প্রেসকাব প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে দিবসটি শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভোলা জেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান আদিল হোসেন তপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: অজিজুল ইসলাম। গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন বাংলার কন্ঠ সম্পাদক এম হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এলজিসি প্রকল্পের জেলা সমন্বয়কারী আবদুস সালাম, ভোলা জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি শিমূল চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আহবায়ক সাংবাদিক হাসিবুর রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন, ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের অফিসার তরিকুল ইসলাম, তথ্য ও জনসংযোগ বিভাগের প্রধান ফাহিম খন্দকার, এম মইনুল এহসান, মো: নোমান প্রমুখ। পরে রোগীদেরকে রক্ত দিয়ে অসামান্য অবদান রাখায় যুব রেড ক্রিসেন্ট এর সক্রিয় স্বেচ্ছাসেবক এম মইনুল এহসানকে যুব রেড ক্রিসেন্ট এর পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। এছাড়াও জলবায়ূ পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, তারুন্য জীবনের শ্রেষ্ঠ সময়। একটা জাতির তরুণ সমাজের মধ্যদিয়ে প্রতিষ্ঠিত হয় জাতির আশা স্বপ্ন কিংবা ভবিষ্যৎ। তারুণ্যের শক্তি একটি সমাজ বা রাষ্ট্রের বড় হাতিয়ার। তারুণ্যর শক্তিকে কাজে লাগিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তুলতে তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় বক্তারা আরো বলেনম তরুণ তথা যুবকের স্বপ্নে, চিন্তা-ভাবনায় এবং কাজ-কর্মের কেন্দ্র বিন্দুতে থাকবে দেশ, সমাজ ও আপামর জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। এসব তরুনই হবে জাতির মেরুদন্ড। এ মেরুদন্ডকে শক্তিশালী করে গড়ে তোলার কাজে অভিভাবক, সমাজ, রাষ্ট্রকে সর্বোচ্চ অগ্রাধিকর দিতে হবে। সঠিক পরির্চযা পেলে একদিন তারাই তাদের মহৎ স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারবে।

বাংলাদেশ সময়: ২২:২০:০৩   ১৯২১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


নেয়ামতপুর চরে ভূমি মালিকদের উপর ভূমিদস্যুদের হামলা ॥ গুরুতর আহত ২৫
চরফ্যাশনে পলিথিন পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
ভোলার গ্যাস উৎপাদন: কূপ খননে আরও চড়া দাম চায় গাজপ্রম
রাজাপুরে উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের উঠান সভা
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
সুষ্ঠু নির্বাচনের দাবিতে চেয়ারম্যান প্রার্থী ইউনুছের সংবাদ সম্মেলন
ভোলায় উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা সভা
আশরাফ হোসেন লাভু ছিলো আ’লীগের নিবেদিত প্রাণ: তোফায়েল আহমেদ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০



আর্কাইভ