জেলা আ’লীগের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন শাহীনের স্মরণ সভায় বাণিজ্যমন্ত্রী ॥ ভোলার মানুষ একজন সৎ, দক্ষ ও ত্যাগী রাজনীতিবীদকে হারালো

প্রচ্ছদ » জেলা » জেলা আ’লীগের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন শাহীনের স্মরণ সভায় বাণিজ্যমন্ত্রী ॥ ভোলার মানুষ একজন সৎ, দক্ষ ও ত্যাগী রাজনীতিবীদকে হারালো
রবিবার, ২১ অক্টোবর ২০১৮



---
আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য প্রবীন রাজনীতিবীদ অধ্যক্ষ মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন শাহীনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (২০ অক্টোবর) বিকালে ভোলার বাংলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী বলেন, মোফাজ্জেল হোসেন শাহিন ছিলেন একজন নির্লোভ মানুষ। ব্যাক্তি জীবনে তিনি ছিলেন অত্যন্ত সৎ মানুষ। আওয়ামী লীগের জন্য ছিলেন নিবেদিত প্রান। তিনি ১৯৮০ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত সুনামের সাথে একাধারে বাংলাদেশ আওয়ামী লীগ ভোলা জেলার সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সাদামাটা মানুষটিকে ভোলার মানুষ একজন সৎ ও দক্ষ রাজনীতিবীদ হিসেবে জানেন। তার মৃত্যুতে ভোলার মানুষ একজন সৎ, দক্ষ ও ত্যাগী রাজনীতিবীদকে হারালো।
বাণিজ্যমন্ত্রী তোফয়েল আহমেদ বলেন, আমরা, ড. কামাল হোসেন কেও আমরা চিনি। ড. কামাল হোসেন সরাসরি নির্বাচনে কোন দিন জিতে নাই। বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন। আজ তিনি দায়িত্ব নিয়েছেন খুনি বিএনপি দলকে রক্ষা করার জন্য। কিন্তু কেউ রক্ষা করতে পারবে না। তিনি আরো বলেন, নিজের দেশের মানুষের প্রতি আস্থা নেই। বিদেশীদের কাছে ধনা দিচ্ছে। আজ বিশ্বের প্রত্যেকটা নেতা চায় আবার শেখ হাসিনা আবার বাংলাদেশে প্রধানমন্ত্রী হউক। কারন তিনি দেশটাকে তিনি উন্নয়নের রোল মডেল পরিণত করেছেন।
বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাতের জন্য আজ জেলে। যারা বাংলা ভাই, সাইদ ভাই নামে আমাদের লোককে হত্যা করেছে তাদের সাথে জোট হয়েছে। তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, যোট যদি ক্ষমতায় আসে আপনারা কি বাড়ীতে থাকতে পারবেন?
তিনি আরো বলেন, যারা দল ছুট তারা আদর্শহীন। আজ একদল পরশু আরেক দল। ২০১৪ সালে বিএনপি নির্বাচন করে নাই নির্বাচন থেমে থাকেনি। সেই নির্বাচন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। বর্তমান সংসদের সদস্য সাবের হোসেন চৌধুরী আইপিইউর প্রেসিডেন্ট হয়েছে, শিরিন সারমিন চৌধুরী সিপিইর সভাপতি হয়েছে বিশ্ব স্বীকৃতি দিয়েছে। তিনি আরো বলেন মওদূদ আহমেদকে আমরা চিনি, ড. কামালকেও আমরা চিনি, যিনি সরাসরি ভোটে কোন দিন নির্বাচিত হতে পারেনি।
স্মরণ সভায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মহিলা সংরক্ষিত এমপি এ্যাডভোকেট মমতাজ বেগম, মিসেস আনোয়ারা বেগম, ভোলা পৌরসভার মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনির, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদুল হক বাহালুল, এ্যাডভোকেট জুলফিকার আহমেদ, জেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সম্পাদক আলহাজ্ব জহুরুল ইসলাম নকীব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংরক্ষত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মমতাজ বেগম, ভোলা পৌর মেয়র মো: মনিরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর, ওবায়দুল হক বাবুল মহা বিদ্যালয়ের অধ্যক্ষ নওশেদ আলম, আলতাজের রহমান কলেজের অধ্যক্ষ জাহানজেব আলম টিটু, এ্যাডভোকেট নুরনবী, মরহুম মোফাজ্জাল হোসেন শাহিনের জেষ্ঠ পুত্র আরাফ হোসেন শুভ। পরে মরহুম শাহিনের জন্য দোয়া মুনাজাত করা হয়।
উল্লেখ্য, রবিবার (১৪ অক্টোবর) বিকাল ৪.৩০মিনিটে বার্ধক্যজনিত কারনে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ২ ছেলে রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ০:১৭:৫৫   ১৫৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলা জেলা শ্রমিক লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা
বিদ্যুৎ উদ্বৃত্ত, তবু লোডশেডিং
দুই মাসের নিষেধাজ্ঞার পর মাছ শিকারে প্রস্তুত জেলেরা
লালমোহনে তীব্র গরমে মুরগির খামারিদের বাড়ছে দুশ্চিন্তা
আপনাদের সেবা করার সুযোগ দিবেন: চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
অটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
ভোলায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
আজকের ভোলার স্টাফ রিপোর্টার বাবু কান্তিলাল গাঙ্গুলী আর নেই



আর্কাইভ