ভিপি তছিরের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » ভিপি তছিরের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শনিবার, ২০ অক্টোবর ২০১৮



---
এম মইনুল এহসান ॥

আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান বশির আহমদের ছোট ভাই, ভোলা সরকারী কলেজের সাবেক ভিপি ও ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ভিপি তছিরের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ অক্টোবর) বিকেলে ভোলা সদরের আলীনগর ইউনিয়নের বাশতলা এলাকায় মরহুমের বাড়ির সামনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ। এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, ভিপি তছির আওয়ামী রাজনীতিতে একজন ত্যাগী নেতা ছিলেন। তারা অবদান কখনো ভোলার নয়। তিনি রাজনৈতিক মাঠে একজন সংগ্রামী নেতা হিসাবে সকলের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। এসময় আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু, জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সুপার মো: মোকতার হোসেন, পৌর  মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনির, পিপি সৈয়দ আশরাফ হোসেন লাবু, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব জহুরুল ইসলাম নকীব, এনামুল হক আরজু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: ইউনুস, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, আলীনগর আজিজিয়া মাদরাসার মোহতামিম মাও: তৈয়বুর রহমান, ভোলা ঈদগাহ মসজিদের খতিব মাও: মাহমুদুল্লাহ তাহেরি সহ ভোলার  বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-ওলামাবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আলীনগর আজিজিয়া মাদরাসার নাজেমে তালিমাত প্রবীন আলেম মাও: আবদুর খালেক।
উল্লেখ্য, গত মঙ্গলবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ভিপি তছির বরিশাল শেরে-ই বাংলা  মেডিকেল কলেজ হাসপাতালে রাতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

বাংলাদেশ সময়: ০:২৪:২৪   ১৭৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


নেয়ামতপুর চরে ভূমি মালিকদের উপর ভূমিদস্যুদের হামলা ॥ গুরুতর আহত ২৫
চরফ্যাশনে পলিথিন পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
ভোলার গ্যাস উৎপাদন: কূপ খননে আরও চড়া দাম চায় গাজপ্রম
রাজাপুরে উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের উঠান সভা
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
সুষ্ঠু নির্বাচনের দাবিতে চেয়ারম্যান প্রার্থী ইউনুছের সংবাদ সম্মেলন
ভোলায় উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা সভা
আশরাফ হোসেন লাভু ছিলো আ’লীগের নিবেদিত প্রাণ: তোফায়েল আহমেদ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০



আর্কাইভ