ভোলায় জনপ্রিয় হয়ে উঠেছে জৈব বালাই দমন পদ্ধতি

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলায় জনপ্রিয় হয়ে উঠেছে জৈব বালাই দমন পদ্ধতি
শনিবার, ২১ এপ্রিল ২০১৮



---
ছোটন সাহা ॥

বোরো ধানে ক্ষতিকারক পোকা দমনে ভোলার কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে জৈব বালাই দমন পদ্ধতি বা পার্চিং পদ্ধতি। একদিকে যেমন বিষমুক্ত পদ্ধতিতে পোকা দমন হচ্ছে অন্যদিকে রক্ষা পাচ্ছে পরিবেশ লাভবান হচ্ছেন কৃষক। এ পদ্ধদির প্রতি কৃষকদের আগ্রহ বাড়ছে এবং অনেকেই এ পদ্ধতি ব্যবহারে উৎসাহী হচ্ছেন।
কৃষকদের সাথে কথা বলে জানা গেল, কিছুদিন আগেও কৃষকরা তাদের ফসল রক্ষায় কীটনাশক ব্যবহারের জন্য বাড়তি টাকা গুনতেন। এতে একদিকে যেমন পরিবেশ উপর ক্ষতিকর প্রভাব পড়তো অন্যদিকে ফসলের ভালো উৎপাদন নিয়েও চিন্তিত ছিলেন তারা। কিন্তু বর্তমানে কৃষি অফিসের পরামর্শ বোরো ক্ষেতে ক্ষতি কারক পোকা দমনে জৈব বালাই দমন পদ্ধতি বা পার্চিং পদ্ধতি ব্যবহার করছেন কৃষকরা। পোকা দমনে সহজ দিন দিন এ পদ্ধতিতে যেমনি আগ্রহী হয়ে উঠেছেন তেমনি তাদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।
ভেদুরিয়া এলাকার লোকমান হোসেন, পক্ষিয়ার ইদ্রিজসহ কৃখসকরা জানান, আগে আমরা ধান ক্ষেতে কটিনাশক ওষুধ ব্যবহার করতাম, এখন কৃষি অফিসের পরামর্শে পাচিং পদ্ধতি ব্যবহার করছি, ক্ষেতে ঢাল পুতে দেয়া পর সেখানে পাখি এসে বসে পোকা খেয়ে ফেলায় এজন্য ফসলের জন্য পোকা দমনে বাড়িত তেমন টাকা গুনতে হয়না।
কৃষি অফিস জানিয়েছে, এ বছর জেলার ৬ উপজেলায় ৫০হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এসব ক্ষেতে গাছের ডাল পুতে পুতে পাখি বসার জন্য ব্যাবস্থা করা হচ্ছে এতে পাখি বসে বোরেধানের ক্ষতিকারক পোকা ও পোকার ডিম খেয়ে ফেলায় কৃষকদের বাড়তি কোন কীটনাশক ব্যাবহার করতে হচ্ছে না। ফলে বোরো উৎপাদনে খরচ কম হচ্ছে লাভবান হচ্ছে কৃষক। অন্যদিকে রক্ষা পাচ্ছে পরিবেশ। ক্ষেতে ক্ষেতে শোভা পাচ্ছে সহজলভ্য গাছের ডাল।
এ বিষয়ে ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ রিয়াজ উদ্দিন জানান, কৃষি মন্ত্রনালয় ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের নিদের্শে জেলায় শতভাগ পাচিং ব্যবহারের লক্ষে কাজ করছি, এ পদ্ধতি অনেক সহজ ও পরিবেশবান্ধব। কৃষকদের আমরা এ বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ২৩:২৮:২৮   ১৪৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


নদীতে মিলছে না কাংখিত ইলিশ, হতাশ জেলেরা
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা
দুই মাসের নিষেধাজ্ঞার পর মাছ শিকারে প্রস্তুত জেলেরা
লালমোহনে তীব্র গরমে মুরগির খামারিদের বাড়ছে দুশ্চিন্তা
‘নকশী কাঁথা’ সেলাই করে ঘুরে দাঁড়ালেন ভোলার আমেনা খানম
ভোলায় ওমানিয়ান টুপি সেলাই প্রশিক্ষনের সার্টিফিকেট বিতরন
ভোলায় প্রাণীসম্পদ প্রদর্শনী ও উদ্যোক্তাদের মেলা অনুষ্ঠিত
ভোলায় অনুষ্ঠিত হলো প্রাণী প্রদর্শনী মেলা
চরফ্যাশনে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী
বোরহানউদ্দিনে ফুটপাতে ঈদের জমজমাট কেনাকাটা



আর্কাইভ