ভোলার ইলিশা ফেরীঘাটে চরম ভোগান্তি

প্রচ্ছদ » জেলা » ভোলার ইলিশা ফেরীঘাটে চরম ভোগান্তি
শুক্রবার, ২৩ জুন ২০১৭



---
ছোটন সাহা ॥

চরম ভোগান্তি পোহাচ্ছেন ভোলার ইলিশা ফেরীঘাটের যাত্রীরা। অপেক্ষাকৃত নিচু স্থানে ঘাট স্থাপনের ফলে জোয়ারের পানিতে তলিয়ে যায় ফেরীর গ্যাংওয়ে ও র‌্যাম। এতে ফেরীতে যানাবাহন উঠা-নামা মারাতœক সমস্যার সৃষ্টি হচ্ছে। কখন কখনো পানির কারেন ফেরী চলাচল বন্ধ রাখতে হয়।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে ইলিশা ঘাটে বাস উঠতে গিয়ে পানিতে আটকে পরে। এতে ঘাটে দুপুর ২ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত ফেরী চলাচল ফেরীতে কোন যানবাহন উঠা-নামা করতে পারেনি। এতে কয়েক ঘন্টা জন্য ফেরী চলাচল বন্ধ রাখতে হয়।
যাত্রীদের অভিযোগ,  ঈদের সময় যাবনবাহনের চাপ বাড়লেও ঘাটটি মেরামত হয়নি। এতে চলতি বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে ফেরী চলাচল বিঘেœর সৃষ্টি হচ্ছে। যে কারনে দুর্ভোগ পোহাতে হয় ঈদে ঘরমুখো যাত্রীদেরকে।
যাত্রী জান্নাতুল জানান, চট্রগ্রাম যাওয়ার জন্য ঘাটে এসে বসে আছি কিন্তু ২ ঘন্টাও ফেরীতে উঠতে পারিনি। জোয়ারের পানিতে ফেরী তলিয়ে গেছে।
ট্রাক চালক আব্বাস বলেন, প্রতিদিনই জোয়ারের পানির কারনে ফেরীতে উঠা-নামা করতে হয়। ঘন্টার পর ঘন্টা ঘাটে অপেক্ষা করতে হয়। এখন ঈদের সময় যানবাহনের চাপ একটু বেশী থাকে। কিন্তু ঈদ উপলক্ষে ফেরীর সমস্যা সমাধান করা হয়নি।
বাস চালক রহিম বলেন, ভোলা-লক্ষীপুর রুটটি অনেক গুরুপ্তপূর্ন থাকলেও ঘাটের সমস্যা সমাধান করা হচ্ছে না। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয়। বৃহস্পতিবার আমাদের একটি বাস ঘাটে র‌্যামের সাথে আটকে থাকে।
ফেরী ঘাটের টার্মিনাল সুপার মো: ইসমাইল হোসেন বলেন, ঈদের যাত্রীদের চাপ বেশী কিন্তু জোয়ারের পানির কারনে ঘাটে যানবাহন উঠা-নামা করতে সমস্যা হয়। তখন মাঝে মধ্যে ভাটা আসা পর্যন্ত ফেরী চলাচল বন্ধ রাখতে হয। ঘাট সংস্কার এবং উচু করার জন্য আমরা বিআইডব্লিটিএ কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা ব্যবস্থা নেয়ার আশ্বাষ দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ঘাটে গিয়ে দেখা গেছে, জোয়ারে পানিতে ফেরীর গ্যাংওয়ে এবং র‌্যাম তলিয়ে রয়েছে। র‌্যামের মধ্যে একটি বাস আটকে রয়েছে। এতে যানবাজন উঠা-নামা বন্ধ ছিলো। বিকাল সাড়ে ৪টায় ভাটা এলে স্থানীয়দের সহযোগীতায় বাসটি উদ্ধার করা হয় বলে ঘাটের ইনচার্জ হেলাল উদ্দিন জানিয়েছেন। তিনি বলেন, বিকাল থেকে আবার ফেরীতে যানবাহন উঠা-নামা শুরু হয়েছে।
দ্বীপজেলা ভোলার সাথে দেশের দক্ষিনা-পশ্চিমাঞ্চলের যোগাযোগের একমাত্র সহজ মাধ্যম ভোলা-লক্ষীপুর রুটে বর্তমানে ৩টি ফেরী চলাচল করলেও জোয়ারের পানির কারনে ফেরী চলাচল বিঘœত হচ্ছে। তাই ঈদের আগেই ঘাটটি সংস্কারের দাবী জানিয়েছেন এ রুটের যাত্রী, পরিবহন মালিক এবং শ্রমিকরা।

বাংলাদেশ সময়: ১৭:৪১:২৮   ২৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ভোলায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪
মানুষের শান্তি নষ্ট করে সন্ত্রাসী ও জলদস্যু দিয়ে ভোট নেয়া যাবেনা: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
ভোলায় আইডিইবি’র দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন



আর্কাইভ