বৃহস্পতিবার, ২ মে ২০২৪

ভোলায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সৃজনশীল প্রজন্ম সমৃদ্ধ আগামী প্রতিপাদ্য বিষয়ের উপর বৃহস্পতিবার সকালে ভোলা শহরের টাউন স্কুল মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভোলা জেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে।

ভাষা ও সাহিত্য, গণিত, দৈনন্দিন বিজ্ঞান, বাংলাদেশ স্টাডিজ ও প্রতিবন্ধীদের জন্য বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ের উপর ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা ৩টি গ্রুপে জেলা শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাবেকুন নাহার।

---

এসময় উপস্থিত ছিলেন, ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রফেসর অধ্যক্ষ মোহাম্মদ ইসরাফিল, ভোলা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক হালদার, শিক্ষা গবেষণা কর্মকর্তা মুহাম্মদ নুরে আলম সিদ্দিকী প্রমুখ। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের শিক্ষকরা বিচার হিসাবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৪৮   ৮৩ বার পঠিত