শনিবার, ১১ মে ২০২৪

ভোলায় প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত
বুধবার, ২০ মার্চ ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠি তথ্য প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে বেসরকারি সংস্থা প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি) অস্ট্রেলিয়ান ট্রান্সফর্ম এইড এইন্টারন্যাশনাল (টাই) এর অর্থায়নে পরিচালিত সংস্থাটি দীর্ঘ ২৫ বছর যাবত বৃহত্তর ময়মনসিংহ জেলায় কাজ করলেও ভোলা জেলায় কার্যক্রম শুরু করেছে ২০১৯ সাল থেকে। ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল ধারায় যুক্ত করার লক্ষে পিসিসি প্রথমে কাচিয়া ইউনিয়নের মাঝের চর এলাকায় নিজেদের কার্যক্রম পরিচালিত করে। তারই অংশ হিসেবে মঙ্গলবার (১৯ মার্চ) ভোলায় অনুষ্ঠিত হয় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক এক কর্মশালা। সংস্থাটির ভোলা শাখার ম্যানেজার চিন্ময়ী তালুকদার এর সার্বিক তত্ত্বাবধায়নে ও মনিটরিং অফিসার আবদুল্লাহ আল ওয়াসি এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন। কর্মশালায় প্রতিবন্ধী বক্তিদের অধিকার বিষয়ে প্রথমে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার পরিচালিত কার্যক্রমগুলো তুলে ধরেন ভোলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাফিস্ট ডাঃ মোঃ সাইদুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে প্রায় দিনব্যাপী কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সিপিপি টীম লীডার মোঃ আবুল হাসানাত (তসলিম), বরিশাল বিভাগে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের সভাপতি মোঃ মাকসুদুর রহমান ইমরান জিলদার. সংস্থার কাচিয়া ইউনিয়নের কর্মী ফাতেমা বেগমসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এসময় ভোলা প্রতিবন্ধীদের উন্নয়নে সরকারি বিভিন্ন বিদ্ধমান প্রতিবন্ধী সেবাগুলোর তথ্য বিস্তারিত তুলে ধরেন সমাজ সেবা অফিসার দেলোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:০৯   ১০৩ বার পঠিত