বোরহানউদ্দিনে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » বোরহানউদ্দিনে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন
মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪



---

আরিফ পন্ডিত, বোরহানউদ্দিন ॥

ভোলার বোরহানউদ্দিনে ‘ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা’ প্রতিপাদ্যে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সোমবার নানা জাঁকজমক কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ১১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচীর আনুষ্ঠানিকতা সূচনা হয়।

সকাল ১০টায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. রায়হান-উজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলেদের সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন সরকার। আজকের জাটকা আগামী দিনের ইলিশ। তাই জাটকা সংরক্ষণ সপ্তাহ বিশেষ গুরুত্ব বহন করছে। জেলেদের প্রতি জাটকা না ধরার আহব্বান জানান তিনি।

এসময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, ভোলা সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন জুয়েল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা প্রমুখ।

এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন।

এছাড়াও এছাড়াও বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরিফ পন্ডিত, সদস্য জিয়াউল হক রবি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১:০৫:০৭   ১৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


পুনরায় জনগণের সেবা করার সুযোগ চান প্রার্থী মাহফুজা ইয়াছমিন
শ্রেষ্ঠ ওসি বোরহানউদ্দিন থানার শাহিন ফকির
পুলিশ চাকরির লোভ দেখিয়ে প্রতারণা, অবশেষে আটক
তারা কখনো জিন বাবা- কুফরি বাবা, আবার কখনো কালী বাবা
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা
তীব্র তাপদাহে পথচারীকে শরবত খাওয়ালেন বোরহানউদ্দিন মানবিক টিম
বোরহানউদ্দিনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ সভা
খাবার পানি ও স্যালাইন বিতরণ বোরহানউদ্দিন থানা পুলিশের
বোরহানউদ্দিনে সাবেক সেনা কর্মকর্তা মোঃ আবু তাহের মিয়ার জানাযা ও দাফন সম্পন্ন
বিধবা নারীকে ঘর করে দিয়ে পাশে দাড়ালেন সমাজসেবক রাজিব হায়দার



আর্কাইভ