বৃহস্পতিবার, ২ মে ২০২৪

ভোলায় আইনজীবীদের খতিয়ান তোলা আরো সহজতর করণের আশ্বাস দিলেন ডিসি

প্রচ্ছদ » আইন ও আদালত » ভোলায় আইনজীবীদের খতিয়ান তোলা আরো সহজতর করণের আশ্বাস দিলেন ডিসি
মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩



---

স্টাফ রিপোর্টার॥

ভোলায় যোগদান করে আইনজীবীদের সাথে পরিচিতি ও মতামত সভায় ভোলা বারের আইনজীবীদের নবাগত জেলা প্রশাসক আরিফুজ্জামানের কাছে প্রধান দাবী ছিলো খতিয়ান তোলায় দীর্ঘ সূত্রিতার অবসান করা। মঙ্গলবার (২১ নভেম্বর) সেই সমস্যা সমাধানের বিশেষ ব্যবস্থাগ্রহণের আবেদন নিয়ে আবার জেলা প্রশাসকের সাথে দেখা করেন, ভোলা বারের আইনজীবী নেতৃবৃন্দ। ডিসি আরিফুজ্জামানের কার্যালয়ে সাক্ষাৎ এর প্রথমে আইনজীবী নেতৃবৃন্দ ভোলা রেকর্ড রুম থেকে তাদের মামলার প্রয়োজনীয় খতিয়ান তোলার সময় অনেক বিড়ম্বনা ও দীর্ঘ সময়ক্ষেপন রোধকল্পে ব্যবস্থাগ্রহণের জন্য অনুরোধ করেন এবং এ বিষয়ে সমস্যাগুলো বিস্তারিত তুলে ধরেন। সৌহার্দপূর্ণ আলোচনা শেষে ডিসি আরিফুজ্জামান তাদের সমস্যাগুলো দ্রুত সমাধানের ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ ছালাউদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ ইফতারুল হাছান শরীফের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে ছিলেন, সিনিয়র এডভোকেট মোঃ বশিরুল্লাহ, মোঃ মহিবুল্লাহ, রবীন্দ্র নাথ দে, মোঃ মোস্তাফিজুর রহমান ও মহিউদ্দিন হেলালসহ বিজ্ঞ আইনজীবীগণ এবং জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ সময়: ২২:২৪:৪৭   ২৩৬ বার পঠিত