রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

ভোলায় সিআরএসস বাল্য বিবাহ ও শিশুশ্রম রোধে নেটওয়ার্কং সভা

প্রচ্ছদ » নারী ও শিশু » ভোলায় সিআরএসস বাল্য বিবাহ ও শিশুশ্রম রোধে নেটওয়ার্কং সভা
সোমবার, ২২ মে ২০২৩



---

মোঃ বশির আহম্মেদ ॥

ভোলা সদর উপজেলার সেন্টার ফর রুরার সার্ভিস সোসাইটি (সিআরএসএস) এর প্রচেষ্টা প্রকল্পের আয়োজনের পশ্চিম ইলিশা ও ধনিয়া ইউনিয়নের রবিবার (২১ মে) ৫৩নং সদুর চর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ধনিয়া ইউনিয়ন পরিষদে দিনব্যপি অনুষ্ঠিত হলো বাল্য বিবাহ রোধ ও শিশুশ্রম রোধের উপর নেটওয়ার্কিং সভা অনুষ্টিত হয়েছে।

সভায় ইউপি সসদ্য, স্কুল শিক্ষক, ধর্মীয় নেতা, ব্যবসায়ী, সিএলএ সদস্য ও আত্ম-সহায়ক দলের সদস্য মোট ৬৪জন অংশগ্রহণকারী উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন। সভায় শিশু অধিকার, বাল্যবিবাহ ও সমাজে তার নেতিবাচক প্রভাব এবং শিশুর ঝুঁকিপূর্ণ কাজ এবং সমাজে তার নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় উপস্থিত সকলের স্বতস্ফুর্ত আলোচনায় কর্মশালাটি প্রাণবন্ত হয়ে উঠে। সভা শেষে উপস্থিত সকলে এ সিদ্ধান্ত গ্রহণ করেন বিবাহ যোগ্য বয়স না হওয়া পর্যন্ত তারা তাদের এলাকার কোন সন্তান বিবাহ দিবেন না এবং কোন ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োগ করবেন না।

 

বাংলাদেশ সময়: ০:৩৪:৩৭   ১৫৩ বার পঠিত