লালমোহন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মানের অভিযোগ

প্রচ্ছদ » সর্বশেষ » লালমোহন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মানের অভিযোগ
সোমবার, ৩ এপ্রিল ২০২৩



লালমোহন প্রতিনিধি ॥
ভোলার লালমোহন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের অন্ধকারে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ডের সর্দার বাড়ি, মৃত সেকান্দর মিয়ার, ছেলে সফিজলের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, লালমোহন পৌরসভা ৪নং ওয়ার্ডের সফিজল গং এবং মান্নান গংদের মধ্যে, এস.এ খতিয়ান নং মোট ১এককর ৯৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে ১০ থেকে ১২ বছর।

 

মো: মন্নান জানান, স্থানীয় প্রশাসন ও গ্রাম্য সালিশসহ এই জমির বিরোধ নিয়ে কয়েক বার বসা হলেও তারা মনেনি, আমি আমার ক্রয়কৃত জমিতে পাকা ঘর নির্মান করতে গেলে তারা উল্টা আমার বিরুদ্ধে, কোর্টে ১ এককর ৯৪ শতাংশ জমির উপর গত, ৬-১০-২২ইং তারিখে আদালতে নিষেধাজ্ঞা জারি করে।
আদালতের নিষেধাজ্ঞা পাওয়ার পর, আমি আমার ঘর নির্মান করা বন্ধ করে দেই। একই দাগে একই জমায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা জোরপূর্বক আমার ক্রয়কৃত জমিতে বিল্ডিংয়ের কাজ চালিয়ে যাচ্ছে।
আদালত শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য উভয়কে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত এই জমিতে কেউ কোন ধরনের কাজ করিতে পারবেনা বলে জানিয়ে দেন।
বাদী সফিজুল গংরা রাতের অন্ধকারে চারপাশের টিন দিয়ে বাউন্ডারি দিয়ে গোপনে কাজ চালিয়ে যাচ্ছে। মাঝেমধ্যে কেউ কোনো কিছু বললেই তারা বিভিন্ন ধরনের মানহানি মুলুক, অশ্লীল বাক্য ব্যবহার করে।
সফিজল গংরা কাজ করে, আমি মন্নান  নিষেধাজ্ঞার কথা বলতে গেলে বিভিন্ন ধরনের লাটি নিয়ে আমাকে  হত্যার উদ্দেশে তেরে আসে, এবং পরবর্তীতে আমাকে থেকে মিথ্যে মামলা দেয়া হবে হবে বলেও হুমকি দেয় সজীব এবং তার বোনেরা।
এ বিষয়ে অভিযুক্ত সফিজলের ছেলে সজিব বলেন, আমরা কাজ করি তার কোন, ডকুমেন্ট তার কাছে কিনা, আমরা এই কাজ আগেই করছি।
আদালতের নিষেধাজ্ঞার কথা বললে সফিজুল ও তার ছেলে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:১৬   ২০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সর্বশেষ’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
মাদ্রাসা ছাত্র ফরহাদ ৫দিন ধরে নিখোঁজ
ভোলা জেলা শ্রমিক লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা
মিথ্যা মামলা থেকে অব্যাহতির দৌলতখানে দাবিতে মানববন্ধন
মনপুরায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই জেলে ট্রলার ও জাল, ১০ লাখ টাকার ক্ষতি
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ভোলায় ইসলামী শ্রমিক আন্দোলনের আলোচনা সভা
ভোলায় ট্রাফিক পুলিশ, পথচারী ও রিকশা- চালকদের মাঝে খাবারের পানি-স্যালাইন বিতরণ
তীব্র তাপদাহে পথচারীকে শরবত খাওয়ালেন বোরহানউদ্দিন মানবিক টিম
বিদ্যুৎ উদ্বৃত্ত, তবু লোডশেডিং



আর্কাইভ