ভোলার শহীদ সালাম মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলার শহীদ সালাম মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
সোমবার, ২০ মার্চ ২০২৩



আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলা সদরের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান শহীদ সালাম মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে (২০ মার্চ) স্কুলের চতুর্থতলা স্কুল মিলনায়নে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শহীদ সালাম মাধ্যমিক বিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারি শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে। অনুষ্ঠানের উপস্থাপনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ তাজুল ইসলাম।

---

বক্তব্য রাখেন সহকারি শিক্ষক আঃ জলিল, আবির হোসেন, রায়হান বেগম, তোফাজ্জল হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য আঃ রব প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার্থী আঁখি আক্তার, স্মৃতি আক্তার এবং দশম শ্রেণীর সানিয়া মির্জাসহ অন্যরা বক্তব্য রাখেন। আরও উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক ছোটন সাহা, শিরিনা নাছরিন, ছোটন দাস, মেহেদী হাসান, বেলায়েত হোসেন পলাশ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ছাত্র-ছাত্রীদের শিক্ষা জীবনের গুরুপ্তপূর্ণ একটি অধ্যায় এসএসসি পরীক্ষা। তাই সকল শিক্ষার্থীকে পড়ালেখা করে এ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হলে ভালো করে পড়ালেখায় মনযোগী হতে হবে। এ সময় বক্তারা শিক্ষার্থীদের সফলতা কামনা করেন। পরে দোয়া অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরন তুলে দেয়া হয়।

বাংলাদেশ সময়: ২২:২৮:৫৬   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলায় ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালিত
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
ভোলায় ৬ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর সরকারি চাকরিজীবী ফোরামের স্মারকলিপি
ভোলায় শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ পালিত
ভোলায় দিনমজুরদের শীতল পানি ও স্যালাইন বিতরণ করল ইসলামী ছাত্র আন্দোলন
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ভোলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন
ভোলায় তীব্র তাপদাহে অস্থির জনজীবন
উপজেলা পরিষদ নির্বাচন: ভোলায় তিন উপজেলার ৩৮ প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ
ভোলায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
কেউ গুজবে কান দিবেননা ভোটারদের উদ্দেশ্যে: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ



আর্কাইভ