বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

আনন্দ উল্লাসে শেষ হলো ‘হালিমা খাতুন বালিকা মাঃবিদ্যালয়ের শিক্ষা সফর

প্রচ্ছদ » জেলা » আনন্দ উল্লাসে শেষ হলো ‘হালিমা খাতুন বালিকা মাঃবিদ্যালয়ের শিক্ষা সফর
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩



---

রাকিব হাওলাদার ॥
আমাদের জাদুর গাড়ি চলছে অজানা এক অদৃশ্য স্বপ্নপুরীর দিকে। সবার মধ্যে দূর দ্বীপবাসিনীকে দেখার উত্তেজনা। বৃদ্ধ বয়সে বা কর্মব্যস্ত জীবনে সোনালী অতীত হয়ে থাকে বিদ্যালয় জীবনের শিক্ষা সফর। শেষ বেলাতে অতীতের স্মৃতি রোমন্থন করতে গেলে শিক্ষা সফরের মজার বিষয়গুলো কখনো মিস হয় না। তারই ধারাবাহিকতায় ভোলার উত্তরের অন্যতম নারী বিদ্যাপিঠ পরানগঞ্জস্থ “হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়” এর শিক্ষার্থীরা শিক্ষাসফরে যেতে হবে এমন সংবাদ শুনে আনন্দে উদ্বেলিত হয়ে অনেকেই শুরু করে মানসিক প্রস্তুতি! নির্ধারিত তারিখে যারা যাবে তারাই আগে থেকেই নাম নিবন্ধন করে রেখেছিল বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। অপেক্ষার পালা শেষ হয়ে আসে শিক্ষা সফরে যাওয়ার দিন। সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকাল থেকেই পূর্ণ প্রস্তুতি নিয়ে নৌ-ভ্রমনে চলে আনন্দ-উল্লাস। হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ টিপু সুলতান এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থী, অভিভাবকসহ ৩৫০ জনের একটি দল এই শিক্ষাসফরে যান মেহেন্দিগঞ্জের হিজলা ও উলানিয়া জমিদার বাড়ি। শিক্ষা সফর (নৌ-ভ্রমনে) সবচেয়ে আনন্দের ছিলো ২০ টাকার টিকিটে র‌্যাফেল ড্র অনুষ্ঠান। ড্রতে ১৫জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীরা জানান, নিজ এলাকায় থাকলে অনেক বিষয়ই তাদের জানা ও দেখা হয় না। ফলে তারা বিজ্ঞানের উৎকর্ষতার যুগে বাস করলেও জ্ঞানের রাজ্যে তারা অনেক পিছিয়ে। এই শিক্ষা সফর কম সময়ের জন্য হলেও এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় অর্জন সম্ভব হয়েছে বলেও জানান তারা।
হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ টিপু সুলতান অনেক সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান অনেক আমন্ত্রিত অতিথি ও অভিভাবক এজন্য তারা প্রধান শিক্ষককে আন্তরিক অভিনন্দন জানানোর পাশাপাশি আরো ভালো মানের জায়গা পরিদর্শনের জন্যও অনুরোধ করেন, যাতে একজন শিক্ষার্থী লেখাপড়ার পাশাপাশি দেশ ও পরিবেশ স¤পর্কে জ্ঞান অর্জন করতে পারে।

বাংলাদেশ সময়: ০:৩৩:৪২   ৫০২ বার পঠিত