বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

লালমোহনের হোসেন বরই চাষে সফল

প্রচ্ছদ » অর্থনীতি » লালমোহনের হোসেন বরই চাষে সফল
শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩



লালমোহন প্রতিনিধি ॥
তিন বছর আগে দিনাজপুরে ঘুরতে গিয়ে বরই চাষ দেখে আকৃষ্ট হন মো. হোসেন। এরপর ভোলার লালমোহনের রমাগঞ্জ ইউনিয়নের নিজ গ্রাম পূর্ব চরউমেদ এলাকায় ফিরেই শুরু করেন বরই চাষ। ২০২০ সালে একশ শতাংশ জমিতে বরইয়ের বাগান করেন। বাগান করার এক বছরেই ফল আসে। হোসেনের বাগানে রয়েছে, বল সুন্দরী ও আপেল কুল জাতের বরই। যা বিক্রি হচ্ছে ১৩০-১৫০ টাকা কেজি দরে।

---

বরই চাষি মো. হোসেন বলেন, ‘প্রথমবার বাগান করতে এক লাখ টাকা খরচ বাবদ বরই বিক্রি করে দুই লাখ টাকা লাভবান হই। এরপর পুরোদমে বাগানের কাজ শুরু করি। এ বছরও বরইয়ের বা¤পার ফলন হয়েছে। আশা করছি, এ বছর দেড় লাখ টাকা খরচ বাদে তিন লাখ টাকার বরই বিক্রি হবে।’
স্থানীয় যুবক আওলাদ বলেন, ‘হোসেনের বরই বিষমুক্ত। হোসেনের মতো এলাকার অন্যরাও আগ্রহী হলে সমাজ থেকে বিষাক্ত ফল কমানো সম্ভব হবে।’
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদি হাসান বলেন, কৃষি অফিস থেকে বরই চাষি হোসেনকে প্রয়োজনীয় পরামর্শ ও সামগ্রী দেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলায় আরও কেউ আগ্রহী হলে উপজেলা কৃষি অফিস সব সময় তাঁদের পাশে থাকবে।

বাংলাদেশ সময়: ১৮:১৯:২৬   ২২২ বার পঠিত