শনিবার, ৪ মে ২০২৪

ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রচ্ছদ » জেলা » ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
রবিবার, ১৬ অক্টোবর ২০২২



আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ^ শিক্ষক দিবস পালিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিলো আলোচনা সভা ও র‌্যালী। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিলো শিক্ষক দিয়েই শিক্ষক রুপান্তর শুরু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এজাজুল হক। গণ-সাক্ষরতা অভিযানের সহযোগিতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করেন।

---

সভাপতিত্ব করেন ওয়াচ কমিটির সভাপতি ওমর আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বশার। বিশেষ অতিথি ছিলেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক কর্মসুচি হুমায়ুন কবীর। উপস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন কৃষিবিদ আনিসুর রহমান টিপু ও প্রিন্সিপ্যাল অফিসার আলমগীর হোসেন। পরে একটি র‌্যালী বের হয়। বক্তব্য রাখেন বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের শিক্ষকরা। অংশ গ্রহনকারী ছিলো ৫০জন।
বক্তারা তাদের বিভিন্ন কষ্টের কথা তুলে ধরেন। এ ছাড়াও শিক্ষার মানোন্নযনে নানান সম্ভাবনা ও শিক্ষকদের মুল্যায়নে সরকারের কাছে জোর দাবী জানান।

বাংলাদেশ সময়: ১৩:৩৪:৩৮   ৩২৩ বার পঠিত