ভোলা জেলা আইনজীবী সমিতির বিরুদ্ধে অপপ্রচার

প্রচ্ছদ » আইন ও আদালত » ভোলা জেলা আইনজীবী সমিতির বিরুদ্ধে অপপ্রচার
রবিবার, ১৬ অক্টোবর ২০২২



স্টাফ রিপোর্টার ॥
ভোলা আইনজীবী সমিতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছেন ভোলা কোর্টের সাবেক পেশকার মোহাম্মদ হোসেন শাহ। ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহাবুবুল হক লিটু জানান, মোহাম্মদ হোসেন শাহ ভোলা জেলা আইনজীবী সমিতির নিয়ম অনুযায়ীয় প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করেই তাকে সদস্য করা হচ্ছে না বলে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। আইনজীবী সমিতির সদস্য হতে হলে তাকে এফিডেভিট জমা দিতে হয়। কিন্তু তিনি কোন এফিডেভিট জমা দেননি। বরং তিনি ভোলা জজ কোর্টে চাকরী করার সময় ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং বিচার প্রাপ্তি মানুষদেরকে হয়রানী করার কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দুইবার আইনজীবী সমিতিতে রেজ্যুলেশন করা হয়। এরপরও তিনি ঢাকা আইনজীবী সমিতির সদস্য থাকাকালীন অবস্থায় ভোলা জেলা আইনজীবী সমিতির সদস্য হওয়ার জন্য আবেদন করলেও প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেননি। তিনি এ বিষয়ে আইনজীবী সমিতির নানা ধরনের বিষয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছেন।
উল্লেখ্য যে, সরকারী চাকরীতে নিয়োজিত থাকাকালীন অবস্থায় বার কাউন্সিলের সনদ গ্রহণ প্রচলিত আইনের পরিপন্থি। এ ব্যাপারে মোহাম্মদ হোসেনের বক্তব্যের জন্য তার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৩:২৭:২৫   ৩১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন ও আদালত’র আরও খবর


ভোলায় শিক্ষার্থীদের নিয়ে আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ক সেমিনার
ভোলা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠিত
ভোলা আইনজীবী সমিতির নির্বাচন ॥ সভাপতি-সম্পাদকসহ ৫ পদে আওয়ামীলীগ প্যানেল জয়ী
ভোলায় বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন
নাশকতার মামলায় টুকু-জুয়েলসহ বিএনপির ২৯ নেতাকর্মীর কারাদণ্ড
ভোলায় হত্যাচেষ্টা মামলায় ৪ জনকে কারাদন্ড
অর্থপাচার মামলায় এনু-রুপনের ৭ বছরের কারাদণ্ড
ভোলায় আইনজীবীদের খতিয়ান তোলা আরো সহজতর করণের আশ্বাস দিলেন ডিসি
বিচারক সোহেল আহম্মেদ স্মরণে ভোলায় ফুলের শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়া
ভোলায় ৫০-৪০ বছর আইনপেশায় নিয়োজিত আইনজীবীদেরকে সংবর্ধনা



আর্কাইভ