ভোলায় ‘চোখের সামনেই ঘুর্ণিঝড়ে ল-ভ- করে দিল পুরো গ্রাম’

প্রচ্ছদ » প্রধান সংবাদ » ভোলায় ‘চোখের সামনেই ঘুর্ণিঝড়ে ল-ভ- করে দিল পুরো গ্রাম’
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২



আজকের ভোলা রিপোর্ট ॥
সাজানো গোছানো একটি গ্রাম। গ্রামটিতে রয়েছে দিন মজুর, জেলে, ব্যবসায়ী ও চাকুরীজীবি মানুষের বসবাস। ফজরের আযানের সাথে সাথে ঘুম ভাঙে এ গ্রামের মানুষের। মুসল্লীরা মসজিদে গিয়ে নামাজ আদায় করেন, গৃহিনীরা গৃহকাজে ব্যস্ত হয়ে ওঠেন। কৃষক লাঙ্গল কাঁধে ফসলের মাঠে চলে যান সোনার ফসল ফলাতে। জেলেরা জাল নিয়ে ছুটে চলেন নদীর পানে। শিশুরা পড়াশুনার জন্যে বিদ্যালয় গমন করে। স্বাভাবিক নিয়মেই চলে হাট বাজার আর গ্রামীণ জীবনের নানা ধরণের কাজ। কিন্তু হঠাৎ এক ঘুর্ণিঝড়ে এ গ্রামের সব কিছু ল-ভ- করে দেয়। বন্ধ হয়ে যায় সকল সাভাবিক কাজকর্ম। ঘুর্ণিঝড়ে মানুষের ঘরবাড়ি  বিধ্বস্ত হয়ে অনেকে আহত হয়। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে এমনই চিত্রি দেখা গেছে ভোলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদ গ্রামের মানিক মিয়া আইডিয়াল কলেজ মাঠে। দূর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক মহড়ায় এমন চিত্রই ফুটে ওঠেছে। যদিও বিষয়টি একটি মহাড়ার অংশ। কিন্তু বাস্তবেও বিভিন্ন ঘুর্ণিঝড়ের সময় ভোলার উপকূল জুড়ে এমনটিই ঘটে আসছে যুগ যুগ ধরে। তাই ঘুর্ণিঝড় সম্পর্কে মানুষকে সচেতন করতে এ মহড়ার আয়োজন করা হয়।  পিকেএসএফ এর প্রসপারিটি প্রকল্পের আওতায় ভোলার স্থানীয় এনজিও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ভেলুমিয়া ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি এ মহড়ার আয়োজন করেন। মহড়ায় কারিগরি সহায়তা করেন ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

---

এ মহড়াকে ঘিরে ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদ গ্রামের মানিক মিয়া আইডিয়াল কলেজ মাঠে শত শত নারী পুরুষের সমাগম ঘটে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন মহিন, পিকেএসএফ এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার খসরু মহিন তানজির আহমেদ, প্রোগ্রাম ম্যানেজার রাশেদুল হাসান, ভেলুমিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম মাস্টার প্রমূখ। উপস্থাপনা করেন পুস্টিবিদ বাবুল আখতার।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:৫৬   ১৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা
বিদ্যুৎ উদ্বৃত্ত, তবু লোডশেডিং
দুই মাসের নিষেধাজ্ঞার পর মাছ শিকারে প্রস্তুত জেলেরা
আপনাদের সেবা করার সুযোগ দিবেন: চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
অটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
ভোলায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
তজুমদ্দিনে রাস্তা চওড়া করার নামে কাটা হবে ৮৫৬টি গাছ, সাধারণ মানুষের ক্ষোভ
আজকের ভোলার স্টাফ রিপোর্টার বাবু কান্তিলাল গাঙ্গুলী আর নেই



আর্কাইভ