ভোলায় বৈরী আবহাওয়ায় ভারী বৃষ্টি, নি¤œাঞ্চল প্লাবিত

প্রচ্ছদ » জেলা » ভোলায় বৈরী আবহাওয়ায় ভারী বৃষ্টি, নি¤œাঞ্চল প্লাবিত
মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২



ছোটন সাহা ॥
লঘু চাপের প্রভাবে দ্বীপজেলা ভোলায় সকাল থেকেই বৈরী আবহাওয়া বিরাজ করছে। এ কারণে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর ৩টা পর্যন্ত জেলায় ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এদিকে টানা চারদিন ধরে মেঘনার পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় মেঘনার পানি বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার ওপরে ছিল। এতে উপকূলের ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাটসহ বিস্তীর্ণ জনপদ।

---

এছাড়াও ডুবে গেছে ইলিশা ফেরিঘাট। লঘু চাপ ও পূর্ণিমার প্রভাবে সাগর ও নদী উত্তাল থাকায় মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে নিরাপদে আনতে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড। রোববার থেকে কোস্টগার্ডের বেশ কয়েকটি টিম এ প্রচারনা চালাচ্ছে।
কোস্টগার্ড জানিয়েছে, সোমবার চতুর্থদিনের মত উপকূলের জেলেদের নিরাপদে আনতে প্রচারনা চালাচ্ছে। অনেক জেলেই তীরে ফিরে এসেছেন।
নদী উত্তাল থাকালেও নৌযান চলাচলে তেমন সতর্কতা সংকেত নেই। নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। অতি জোয়ারে তলিয়ে গেছে ভোলার ইলিশা ফেরিঘাট। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
উপকূলের এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতি আরও দুই/তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিসের অবজারভার মো. মাহবুবুর রহমান।
তিনি বলেন, বিকেলের মধ্যে লঘু চাপের প্রভাব কেটে গেলেও ভারী বর্ষণ অব্যাহত থাকবে।
ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান বলেন, পানি বাড়লেও বাঁধের ক্ষয়ক্ষতি হয়নি, তবে নিচু এলাকা প্লাবিত হয়েছে।

বাংলাদেশ সময়: ০:২৪:১৩   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


নেয়ামতপুর চরে ভূমি মালিকদের উপর ভূমিদস্যুদের হামলা ॥ গুরুতর আহত ২৫
চরফ্যাশনে পলিথিন পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
ভোলার গ্যাস উৎপাদন: কূপ খননে আরও চড়া দাম চায় গাজপ্রম
রাজাপুরে উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের উঠান সভা
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
সুষ্ঠু নির্বাচনের দাবিতে চেয়ারম্যান প্রার্থী ইউনুছের সংবাদ সম্মেলন
ভোলায় উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা সভা
আশরাফ হোসেন লাভু ছিলো আ’লীগের নিবেদিত প্রাণ: তোফায়েল আহমেদ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০



আর্কাইভ