ভোলায় কুলখানি অনুষ্ঠানে তোফায়েল আহমেদ অতীতকে স্মরণ করে এগিয়ে যেতে হবে

প্রচ্ছদ » জেলা » ভোলায় কুলখানি অনুষ্ঠানে তোফায়েল আহমেদ অতীতকে স্মরণ করে এগিয়ে যেতে হবে
শুক্রবার, ২৬ আগস্ট ২০২২



আজকের ভোলা রিপোর্ট ॥
আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, প্রত্যেকে একে অপরকে সহযোগিতা করলে সমাজে সুন্দর পরিবেশ বিরাজ করে। আমাদের তা করা উচিত। পুরানো দিনগুলোর কথা ভুলে যাওয়া উচিত নয়। অতীতকে স্মরণ করে এগিয়ে যেতে হয়। শুক্রবার (২৬ আগস্ট) ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নে নিজের বড় ভাইয়ের স্ত্রীর তফুরা খাতুনের কুলখানি অনুষ্ঠানে পারিবারিক স্মৃতিচারণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি তার মায়ের প্রতি ভালোবাসার কথা তুলে ধরে, মায়ের নামে গড়ে তোলা বৃদ্ধাশ্রম, মসজিদ, কলেজ, স্কুল প্রতিষ্ঠার কথা বলেন। ওই ক্যাম্পাসে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানান জন্য গড়ে তোলা হয়েছে স্বাধীনতা জাদুঘর। সকলের কাছে দোয়া চেয়ে প্রবীন এই নেতা বলেন, যাতে সত্যের সাথে, ঈমানের সাথে তার মৃত্যু হয়। একে অপরকে দোয়া করার জন্যও বলেন। চান সকলের সহযোগিতা।

---

উত্তর দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া নিজ গ্রামের বাড়ি অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলার জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফরহাদ সরদার, লালমোহন পৌর মেয়র মোঃ এমদাদুল ইসলাম তুহিন, দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুরুল আলম খান, বোরহানউদ্দিন পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ, ওই সংগঠনের ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলাম, ভোলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, বোরহানউদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রাসেল, জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, ভোলা প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, মরহুম তফুরা খাতুনের ছেলে খায়রুল হাসান খোকন, ইউপি চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন, ২নং ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন, ফাতেমা খানম কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দেসহ এলাকার বিভিন্ন পেশার কয়েক হাজার মানুষ।

বাংলাদেশ সময়: ২৩:৪২:১৮   ৩৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলা জেলা শ্রমিক লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা
বিদ্যুৎ উদ্বৃত্ত, তবু লোডশেডিং
দুই মাসের নিষেধাজ্ঞার পর মাছ শিকারে প্রস্তুত জেলেরা
লালমোহনে তীব্র গরমে মুরগির খামারিদের বাড়ছে দুশ্চিন্তা
আপনাদের সেবা করার সুযোগ দিবেন: চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
অটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
ভোলায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
আজকের ভোলার স্টাফ রিপোর্টার বাবু কান্তিলাল গাঙ্গুলী আর নেই



আর্কাইভ