শনিবার, ১১ মে ২০২৪

দৌলতখানে জমিদখলে নিতে কবরের সাইনবোর্ড ভাঙচুর

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানে জমিদখলে নিতে কবরের সাইনবোর্ড ভাঙচুর
শনিবার, ৬ আগস্ট ২০২২



---

দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখানে জমি দখলে নিতে ২৫ বছরের পুরনো কবরের সাইনবোর্ড ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের হাবিববুর রহমান হাওলাদার বাড়ীর দরজায় এ ঘটনা ঘটে।
জানা যায়, একই ওয়ার্ডের শেখ ফরিদের সাথে দীর্ঘ দিন ধরে আঃ মালেক ইউনুস হাওলাদার ও বাবুল হাওলাদারের সাথে এক একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধে চল আসছে। ইতিপূর্বে ওই বিরোধপূর্ণ জমি দখলে নিতে শেখ ফরিদের পিতা মৃত ক্বারী সামসুল আলমের ২৫ বছরের পুরানো কবরের সাইনবোর্ড ভাঙচুর করেন অভিযুক্তরা।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ বিষয় অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২১:৪৭:২৫   ৪৩৪ বার পঠিত