ভোলায় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলায় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
রবিবার, ২৪ জুলাই ২০২২



স্টাফ রিপোর্টার ॥
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ পালিত হয়েছে। রবিবার (২৪ জুলাই) জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা, পোনামাছ অবমুক্তকরণ ও মৎস্য চাষীদের সম্মাননা জানানো হয়।
সকালে ভোলা জেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।পরে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা পরিষদ পুকুরে মাছের পোনাও অবমুক্ত করা হয়।

---

র‌্যালিতে বিভিন্ন ব্যানার ফ্যাস্টুন নিয়ে বিভিন্ন মৎসজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও মৎস্যজীবীরা অংশগ্রহণ করেন। জাতীয় মৎস সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা মৎস বিভাগ এর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজীব আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ। এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো: ফরহাদ সরদার, ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসেন প্রমুখ। এছাড়াও মৎসজীবী সংগঠনের নেতৃবৃন্দরাও বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে মৎস্য উৎপাদনে অবদান রাখার জন্য মো: জাহাঙ্গির,ও গুনগত মানের মাছের রেন উৎপাদনের জন্য মো: জসিম উদ্দিন কে সম্মাননা জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০:১৯:০৩   ৩৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


নদীতে মিলছে না কাংখিত ইলিশ, হতাশ জেলেরা
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা
দুই মাসের নিষেধাজ্ঞার পর মাছ শিকারে প্রস্তুত জেলেরা
লালমোহনে তীব্র গরমে মুরগির খামারিদের বাড়ছে দুশ্চিন্তা
‘নকশী কাঁথা’ সেলাই করে ঘুরে দাঁড়ালেন ভোলার আমেনা খানম
ভোলায় ওমানিয়ান টুপি সেলাই প্রশিক্ষনের সার্টিফিকেট বিতরন
ভোলায় প্রাণীসম্পদ প্রদর্শনী ও উদ্যোক্তাদের মেলা অনুষ্ঠিত
ভোলায় অনুষ্ঠিত হলো প্রাণী প্রদর্শনী মেলা
চরফ্যাশনে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী
বোরহানউদ্দিনে ফুটপাতে ঈদের জমজমাট কেনাকাটা



আর্কাইভ