ভোলায় আতœরক্ষার কৌশল শিখলো ১৭০ কিশোরী

প্রচ্ছদ » জেলা » ভোলায় আতœরক্ষার কৌশল শিখলো ১৭০ কিশোরী
বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২



ছোটন সাহা ॥
ভোলার তিন উপজেলার ১৭০ জন কিশোরিকে আতœরক্ষার (কারাতে) কৌশল শেখানো হয়েছে। বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের আওতায় প্ল্য¬ান ইন্টারন্যাশনাল বাংলাদেশের বাস্তবায়নে সুশীলন এ প্রশিক্ষনের আয়োজন করে। দৌলতখান, বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলার বাছাইকৃত ৭০জনকে জেলা পর্যায়ে প্রতিযোগীতায় সুযোগ দেয়া হয়।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে নুর নাহার, জান্নাতুল মিকা, লীলা আক্তার, অনন্যা জাহান মিম, সুবাইয়া আক্তার, নাদিয়া ইসলাম, তৃষা রহমান ও রুবিনা বিভিন্ন ওয়েটে চ্যাম্পিয়ান হয়েছেন।

---

অংশগ্রহণকারী জান্নাতুল ফেরদৌস বলেন, আগে একা চলাফেরা করতে ভয় পেতাম এখন আতœবিশ্বাস অর্জন করেছি, নিজেকে নিয়ে এখন আর ভয় পাইনা। তামান্না আক্তার বলেন, নিজেকে রক্ষার বিষয়ে কৌশল শিখেছি, যে কোন সময় নিজেকে রক্ষা করতে পারবো বলে বিশ্বাস রয়েছে।
অভিভাবক নুর নাহার বেগম বলেন, আমাদের মেয়েরা আতœরক্ষার কৌশল শিখেছে, এখন জেলা পর্যায়ে অংশগ্রহণ করছে। এটি একটা ভালোলাহার বিষয়।
প্রশিক্ষণের আয়োজক প্ল্য¬ান ইন্টারন্যাশনাল বাংলাদেশের এসআরএইচআর স্পেশালডস্ট তৌফিকুল ইসলাম বলেন, আমরা কিশোরিদের আতœরক্ষার কৌশল শিখিয়েছি, এরমাধ্যে প্রত্যেকটা কিশোরী জীবনে চলার পথে উপকৃত হবে। এরাই একদিন জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশগ্রহণ করে ভালো করতে পারবেন।
জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত কারাতে প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুক। এসময় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের এসআরএইচআর স্পেশালডস্ট তৌফিকুল ইসলাম, সাপোর্ট ইন্টিগ্রেশন স্পেশালপস্ট শহিদুল ইসলাম, সুশীলন টিম ম্যানেজার রফিকুল বাহার, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটনসহ গনমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগীতা জেলার বোরহানউদ্দিন, তজুমদ্দিন ও দৌলতখান উপজেলার ৭০জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
আতœরক্ষার কৌশল, আতœবিশ্বাস অর্জন ও নিবিঘেœ চলাফেরা এবং বাল্যবিবাহ রোধে তিন উপজেলার ১৭০জন কিশোরীকে ৩২ দিনে এ প্রশিক্ষন দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:২৫   ৩৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলা জেলা শ্রমিক লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা
বিদ্যুৎ উদ্বৃত্ত, তবু লোডশেডিং
দুই মাসের নিষেধাজ্ঞার পর মাছ শিকারে প্রস্তুত জেলেরা
লালমোহনে তীব্র গরমে মুরগির খামারিদের বাড়ছে দুশ্চিন্তা
আপনাদের সেবা করার সুযোগ দিবেন: চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
অটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
ভোলায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
আজকের ভোলার স্টাফ রিপোর্টার বাবু কান্তিলাল গাঙ্গুলী আর নেই



আর্কাইভ