বৃহস্পতিবার, ২ মে ২০২৪

বোরহানউদ্দিনে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস
রবিবার, ১২ জুন ২০২২



---

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
ভোলার বোরহানউদ্দিনে অবৈধ ৭ হাজার মিটার জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে বোরহানউদ্দিনের মির্জাকালু ফাড়ির নৌ-পুলিশ। ১১জুন শনিবার বিকালে বোরহানউদ্দিনের হাকিমুউদ্দিন লঞ্চ ঘাট এলাকার মেঘনা নদীর তীরে স্থানীয় সংবাদ কর্মীদের উপস্থিতিতে এ জাল পোড়ানো হয়।
এসময় মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে নদীতে অবৈধভাবে কারেন্ট জাল বসানোর সংবাদ জানতে পেরে আমার নেতৃত্বে মির্জাকালু নৌ-পুলিশের  টিম এপ্রিল ও মে মাসে অভিযান পরিচালনা করে বোরহানউদ্দিনের মামুনের খাল মাছ ঘাট এলাকা,স্বরাজগঞ্জ মাছ ঘাট এলাকা থেকে ৭ হাজার মিটার জালসহ ১৬ জনকে আটক করে আদালতে প্রেরণ করে।
আদালতের নিদর্শনা অনুযায়ী এ জব্দকৃত জাল ধ্বংস করা হয়েছে। অভিযানে ধ্বংস করা অবৈধ জালের আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার হবে বলে জানান তিনি। তিনি আরো জানান, অবৈধ জাল বসানোর বিরুদ্ধে নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:২১:৫৩   ৪৫৩ বার পঠিত