শনিবার, ১১ মে ২০২৪

ভোলায় নৌ-নিরাপত্তার জন্য কোস্টগার্ডের লিফলেট বিতরণ ও প্রচার-প্রচারণা

প্রচ্ছদ » প্রধান সংবাদ » ভোলায় নৌ-নিরাপত্তার জন্য কোস্টগার্ডের লিফলেট বিতরণ ও প্রচার-প্রচারণা
মঙ্গলবার, ২৪ মে ২০২২



আজকের ভোলা রিপোর্ট ॥
‘‘প্রশিক্ষিত জনবল ও নিরাপদ জলযান, নৌ-নিরাপত্তায় রাখবে অবদান’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২২ শুরু হয়েছে।
নৌপথের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে যাত্রী ও নৌযানের মধ্যে সচেতনতা বাড়াতে দুপুরে ভোলার  ইলিশা লঞ্চঘাটে নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে যাত্রীদের মাঝে প্রচার-প্রচারণা করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এসময় তারা জানান, নদীবেষ্টিত দ্বীপ জেলা ভোলার জন্য নৌ নিরাপত্তা সপ্তাহের গুরুত্ব অপরিসীম। অন্যান্য পরিবহনের তুলনায় নৌপথ অধিকতর সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। তাই দ্বীপ জেলার মানুষ নৌ-পথে বেশি যাতায়ত করে থাকেন। এই অঞ্চলের নৌ পথের নিরাপত্তার স্বর্থে নৌ-যাত্রী, নৌ-চালকদের সচেতন হওয়ার আহবান জানান তারা। এসময় উপস্থিত ছিলেন, কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে: সুয়াইব বিকাশ, মিডিয়া কর্মকর্তা ও স্টাফ অফিসার গোয়েন্দা লে: কেএম শাফিউল কিঞ্জলসহ আরো অনেকে।

---

তারা আরো বলেন, সরকারের নানা পদক্ষেপ এর কারণে নৌযান ও নৌযানে যাত্রী সাধারণের চলাচল আরও নিরাপদ হয়েছে। নৌ পরিবহন নিরাপদ ও আধুনিক করতে নদীপথে চলাচলকারী লঞ্চ মালিক, শ্রমিক ও যাত্রী সাধারণকে আরও অধিক সচেতন হতে হবে। নৌ-নিরাপত্তা নিশ্চিত করতে নৌযানে পর্যাপ্তসংখ্যক জীবনরক্ষাকারী সরঞ্জাম সংরক্ষণ, ধারণ ক্ষমতার অধিক যাত্রী ও মালামাল পরিবহন রোধসহ নৌপরিবহন সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগ ও আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ খুবই জরুরি। এসময় উপস্থিত ছিলেন, কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে: সুয়াইব বিকাশ, মিডিয়া কর্মকর্তা ও স্টাফ অফিসার গোয়েন্দা লে: কেএম শাফিউল কিঞ্জল প্রমূখ।

বাংলাদেশ সময়: ১:০১:১৯   ২৭৩ বার পঠিত