হত্যা মামলার আসামী পুলিশে ধরিয়ে দেয়ায় হুমকি, নারীর বিরুদ্ধে থানায় জিডি

প্রচ্ছদ » অপরাধ » হত্যা মামলার আসামী পুলিশে ধরিয়ে দেয়ায় হুমকি, নারীর বিরুদ্ধে থানায় জিডি
বুধবার, ১৮ মে ২০২২



তজুমুদ্দিন প্রতিনিধি ॥
ভোলার তজুমুদ্দিনে হত্যা মামলার আসামিকে পুলিশের হাতে ধরিয়ে দেয়ায় ৯৯৯-এ অভিযোগ করে ব্যবসায়ীকে গ্রেফতারের হুমকি দেওয়ায় এক নারীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযুক্ত ওই নারীর নাম কুলসুম বেগম। সে উপজেলার চর মোজাম্মেল এলাকার ৬নং ওয়ার্ডের বাসিন্দা সুফিয়ানের স্ত্রী। ওই নারীর মায়ের বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকায় তাকে গ্রেফতারে পুলিশকে সহযোগিতা করায় তাদের মধ্য বিরোধ সৃষ্টি হয়।

---

সুত্রে জানা যায়, গত ১৫ ই মে সকাল সাড়ে দশটার দিকে চর মোজাম্মেল মনির ডাক্তারের দোকানে বসে ওই নারী নিরব ও তার সহযোগীদের দেখে নেয়ার হুমকি দেয়। এক পর্যায়ে কুলসুম তাদেরকে ৯৯৯ কল দিয়ে গ্রেপ্তার করার ভয় দেখায়। এই অভিযোগের চর মোজাম্মেলের মৎস্য ব্যবসায়ী নিরব বেপারী ১৭ মে ২০২২ ওই নারীর বিরুদ্ধে তজুমুদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর ৫৭৫।
জিডি ও ঘটনার সুত্রে জানা যায়, কুলসুমের বোন জহুরা বেগমের সাথে হাতিয়ার টাংকির চর এলাকার এক যুবকের সাথে পরকীয়ার স¤পর্ক ছিল। পরকীয়া প্রেমিকের সাথে মনোমালিন্যের সুত্র ধরে কুলসুমের মা ও বোনের বিরুদ্ধে পরকীয়া প্রেমিককে হত্যার অভিযোগে হাতিয়া থানায় একটি মামলা হয়।
মামলার পর গ্রেপ্তারের ভয়ে কুলসুমের মা ও বোন হাতিয়া থেকে পালিয়ে চর মোজাম্মেল তার কাছে অবস্থান নেয়। হাতিয়া পুলিশ বিষয়টি জেনে স্থানীয় মৎস্য ব্যবসায়ী নিরব বেপারীর সহযোগিতা চায়। পরে নিরব বেপারী, ইদ্রিস সারেং, মনির কারি ও আনোয়ারসহ কয়েকজন আড়তদার মিলে কুলসুমের মা কে পুলিশের হাতে তুলে দেয়।
এ ঘটনার সূত্র ধরে গত ১৫ই মে সকাল সাড়ে দশটার দিকে চর মোজাম্মেল মনের ডাক্তারের দোকানে বসে ওই নারী নিরব ও তার সহযোগীদের দেখে নেয়ার হুমকি দেয়। এক পর্যায়ে কুলসুম তাদেরকে ৯৯৯ কল দিয়ে গ্রেপ্তার করার ভয় দেখায়।

বাংলাদেশ সময়: ২৩:০৭:২২   ৪২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশনে অন্যের জমি দখলে নেওয়ার অভিযোগ সাবেক ইউপি চেয়ারম্যান রাসেলের বিরুদ্ধে
বাপ্তায় জমি সংক্রান্ত বিরোধে এতিম সন্তানের উপর হামলা
‘টাকা পেলেই ভাতা করার দায়িত্ব নেন দফাদার’
চরফ্যাসনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ভোলায় ১ হাজার পিচ ইয়াবাসহ আটক ১
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০
ভোলায় অন্যের ভোগদখলীয় জমির গাছ কেটে দখলের চেষ্টা
পুলিশ চাকরির লোভ দেখিয়ে প্রতারণা, অবশেষে আটক
তারা কখনো জিন বাবা- কুফরি বাবা, আবার কখনো কালী বাবা
পশ্চিম ইলিশায় অন্যের কবরস্থানে জেলা পরিষদের নেমপ্লেট লাগিয়ে অর্থ আত্মসাতের চেষ্টা : বাধা দেয়ায় ১জনকে পিটিয়ে জখম



আর্কাইভ