বৃহস্পতিবার, ২ মে ২০২৪

সাহিত্য ও দরিদ্র মাতৃত্ব কল্যাণ গবেষণায় ড. দীনেশ চন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক পেলেন মাতৃবন্ধু এএইচএম নোমান

প্রচ্ছদ » জেলা » সাহিত্য ও দরিদ্র মাতৃত্ব কল্যাণ গবেষণায় ড. দীনেশ চন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক পেলেন মাতৃবন্ধু এএইচএম নোমান
সোমবার, ২৮ মার্চ ২০২২



---

আজকের ভোলা রিপোর্ট ॥
ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে মুনীর চৌধুরীর সভাকক্ষে ড. দীনেশচন্দ্র সেন গবেষণা কেন্দ্র, বাংলাদেশ ও আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি, ভারত এর যৌথ উদ্যোগে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ নুরুদ্দিন, সিংগাইর সরকারি কলেজ ও সভাপতি, ড. দীনেশচন্দ্র সেন গবেষণা কেন্দ্র, বাংলাদেশ। ড. দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণ পদক ২০১৯ অর্পণ করা হয় সাহিত্য ও দরিদ্র মাতৃত্ব কল্যাণ গবেষণায় র্ডপ এর প্রতিষ্ঠাতা জনাব এএইচএম নোমান-কে। এইছাড়াও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়–য়া-কে শিক্ষা ও গবেষণার জন্য স্বর্ণ পদক প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৫৬   ৩৩৯ বার পঠিত